Headlines
Loading...
গাছের পাতা ঝড়ে গিয়ে নতুন পাতার সৃষ্টি, " বসন্ত এসে গেছে "

গাছের পাতা ঝড়ে গিয়ে নতুন পাতার সৃষ্টি, " বসন্ত এসে গেছে "

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : দোলপূর্ণিমা ও বাংলায় বসন্ত উৎসব প্রতিবছর বাঙালিরা এই দিনটিতে রং খেলার আনন্দ-উৎসবে মেতে ওঠে ।এটি হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে এই উৎসবটিতে। এই উৎসবের মধ্য দিয়েই, জানিয়ে দেয় বিদায় নিয়েছে শীত এসেছে বসন্তের ছোঁয়া। এই সময়েই বাতাসে যেন একটা সুর বয়ে চলে , " রাঙিয়ে দিয়ে যাও যাও যাও যাও গো এবার যাবার আগে " 

মথুরা-বৃন্দাবন পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ।দোলযাত্রার সময় দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই পবিত্র স্থানে ঘুরতে আসে । এই বৃন্দাবনেই বসন্ত উৎসব এর দিনটি খুব আনন্দের সাথে উদযাপন করা হয় এবং সাতদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান । চলে রাধা কৃষ্ণকে নিয়ে লীলাখেলা । নৃত্য এবং যাত্রাপালার মাধ্যমে রাধা কৃষ্ণের লীলা তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে ।রামায়ণের চরিত্র তুলে ধরা হয় । বিভিন্ন প্রকার খাবার নতুন পোশাকের রঙ মাখায় ।এবং হাসিখুশিতে কেটে যায় এই সাতদিন । ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব অনুষ্ঠিত হয় । পরিবারের সকল সদস্য এবং আত্মীয়রা একসাথে হোলিকা পোড়ায় এবং হোলি দিবস পালন করে । এটাকে হোলিকা দহন বলে এক জায়গায় আবার কিছু কিছু জায়গায় ন্যাড়াপোড়াও বলা হয়ে থাকে । কেউ কেউ মনে করে যে হিরণ্যকশিপুর নাম থেকেই হরিনাম হয়েছিল । এই হোলি উৎসব হলো মিলনের একটি উৎসব। তা বৃদ্ধি করে সবাই হাসে এবং প্রত্যেক মানুষ হোলির রং পায় পরিবেশে বিভিন্ন ধরনের রং মিলে মিশে যায় মানুষ সবার সাথে সুখ-শান্তি ভাগ করে নেয় তাই হোলি একটি পবিত্র ধর্মীয় উৎসব এর পাশাপাশি একটি সামাজিক উৎসবও বটে।