Headlines
Loading...
প্রতিভা পাল থেকে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) হওয়ার কিছু কথা

প্রতিভা পাল থেকে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) হওয়ার কিছু কথা

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : উত্তর ২৪ পরগনার জেলার বনগার এক অতি নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় প্রতিভা পাল ওরফে আজকের সেলিব্রিটি আরিয়শী সিনথিয়ার (Ariyoshi Synthia) । ছোটবেলা থেকেই চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে একপ্রকার লড়াই করে বড় হয়েছে প্রতিভা ওরফে আজকের আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) । জীবনে পথ চলা শুরু হয়েছিল নাচ থেকে , তারপর গান তারপর ইউটিউব। এভাবেই একের পর এক ধাপে ধাপে এগিয়ে চলেছে তার জীবন ঘড়ির স্বর্ণময় সময়গুলি।


 সেই থেকেই থেমে থাকেনি বনগাঁর এক অতি সাধারণ মেয়ে প্রতিভা পাল ওরফে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) । যতদিন এগিয়েছে ততই যেন তার সুনাম ও খ্যাতি সারা রাজ্য তথা দেশব্যাপী প্রবলভাবে খড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) পড়াশোনা করেছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। ছোট থেকেই আরশির নাচের প্রতি ছিল বিশেষ পারদর্শিতা, কিন্তু কথায় আছে কখন যে কি কারনে কোথায় কার জীবনের মোড় ঘুরে যাবে সেটা আগামী দিনই সঠিকভাবে বলে দেবে। ঠিক এমনটাই হয়েছে বনগাঁর অতি ক্ষুদ্র পরিবারের মেয়ে প্রতিভা পাল ওরফে আরিয়শী সিনথিয়ার (Ariyoshi Synthia) জীবনে।




নাচ শিখতে শিখতে বাড়িতে তার প্রথম গানের হাতেখড়ি হয়েছিল তার মায়ের কাছে। যখন তার অনুভূতি হয়েছিল যে গান করেও সে কিছু একটা করে দেখাতে পারবে , সেই সময় আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) তার গুরু তপন কুমার সেন এর কাছে প্রথম গানের তালিম নেওয়া শুরু করে। সেই থেকেই সমান তালে তাল মিলিয়ে চলতে থাকে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) নাচ ও গান। টেলিভিশন চ্যানেলে রিয়্যালিটি শোতেও ব্যাকআপ ডান্সার হিসেবেও পারফরমেন্স করেছে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) । একদিন ডান্সের একটি স্টেজ পারফরম্যান্স করার পরে অর্গানাইজার বা উদ্যোক্তাদের তরফ থেকে তাঁকে একটি গান করার জন্য অনুরোধ করা হয়, ব্যাস সেই থেকেই আরশির জীবনের গতি পরিবর্তিত হতে শুরু করে। সেই থেকেই আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) নাচের সাথে সাথে তার গান তার স্টেজ পারফরম্যান্স এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকে সব সময়। একের পর এক স্টেজশো থেকে বিপুল সংখ্যক জনপ্রিয়তা অর্জন করতে থাকে এই বনগাঁর প্রতিভা পাল ওরফে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia)। 


কথায় আছে যখন কিছু নিজের থেকেই ভালো করার অনুপ্রেরণা সকলের সামনে প্রস্ফুটিত হয় তখন পেছন থেকে সেই অনুপ্রেরণাকে সাধুবাদ ও উৎসাহ না জানিয়ে কিছু সংখ্যক মানুষ  কুৎসা রটাতেও পিছপা হয়না। ঠিক এমনটাই আরশির জীবনেও ঘটেছিল সে ব্যাপারে বলাই বাহুল্য। অদম্য জেদ আর ইচ্ছাশক্তির কারণেই আজ আরশি সিনথিয়া তার নিজের জায়গায় একপ্রকার প্রতিষ্ঠিত হয়েছে তেমনটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) তার নিজের ইউটিউব চ্যানেলে প্রথম তার স্টেজ পারফর্মেন্স এর বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলেন। ইউটিউবে তার ভিডিওগুলি বিপুল পরিমাণে জনসমর্থন পেতে শুরু করে।  একই সাথে সাধারণ মানুষের মনের মনি কোঠায় বিশেষ স্থান অধিকার করে ফেলে। বর্তমানে আরিয়শী সিনথিয়া (Ariyoshi Synthia) এর স্টেজ পারফরম্যান্স মানেই প্রথমেই আসে " তোদের জ্বলবে আমার তাতেই চলবে " এই জনপ্রিয় গানটি। এই গানটি এযাবৎকাল পর্যন্ত মোট প্রায় ৮ কোটি মানুষ শুনেছেন। তার গাওয়া এই গানটি এমন একটি সংগীত যে গানটির মধ্যে দিয়ে সব সময় প্রস্ফুটিত হচ্ছে অদম্য জেদ আর ইচ্ছা শক্তির একটি বিশেষ ইঙ্গিত সেই ব্যাপারে বলাই বাহুল্য। যতদিন এগিয়েছে আরোশী সিনথিয়া তত তার শ্রোতাদের কাছে যথেষ্ট খ্যাতি ও সুনাম অর্জন করেছে। এই মুহূর্তে আরিয়শী সিনথিয়ার (Ariyoshi Synthia) ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আনুমানিক ১.২৪ মিলিয়ন কাছাকাছি। এমনকি ফেসবুকেও তার জনপ্রিয়তা প্রায় ২ মিলিয়ন অতিক্রম করেছে। 


এই বিষয়টি থেকে একটি পরিষ্কার চিত্র আমাদের সকলের সামনে উপস্থাপিত হয়েছে যে জেজে পেশাতেই নিযুক্ত থাকুক না কেন সে পেশাকেই যদি সে তার ভবিষ্যতে অদম্য ইচ্ছাশক্তি ওজেদ কে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে তবে সে একদিন এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হবেই হবে। এক্ষেত্রে আরও সিনথিয়াকে একপ্রকার নিদর্শন বলা যেতে কোনরূপ সন্দেহ নেই