Headlines
Loading...
এনএসএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

এনএসএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

 

সম্রাট নায়ক, দুর্গাপুর : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুরে  এক প্রতিযোগিতার আয়োজন করা হয়।  


পশ্চিম বর্ধমান জেলা শারীরিক শিক্ষা সংস্থার উদ্যোগে আয়োজিত ২৯ ও ৩০ আগষ্ট দু’দিনব্যাপী জেলা স্তরের পাওয়ারলিফটিং ও বেন্চ প্রেস চ্যাম্পিয়নশিপে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। 

প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএইচএম-এর ডিরেক্টর ডঃ আলোক সৎসঙ্গী এবং ক্রীড়া বিভাগের প্রধান প্রফেসর ডঃ দেবকুমার দাস। শুধু একাডেমিক শিক্ষায় নয়, ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশেও এনএসএইচএম বিশ্বাস রাখে। এমনটাই দাবি উদ্যোক্তাদের। 

 চ্যাম্পিয়নশিপ শেষে প্রতিটি বিভাগে শ্রেষ্ঠ পারফরম্যান্স করা প্রতিযোগীদের পুরস্কার হিসেবে পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

গোটা প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের দক্ষতা প্রদর্শন সংগঠনের সুনামকে আরো বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।