
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : দাউদাউ করে জ্বলছে আগুন দুটি দোকানে। দুটো দোকানের মধ্যে একটি বাড়িও সেই আগুনের লেলিহান গ্রাসে। এই বাড়ীর ভেতর থেকে ভেসে আসছে তীব্র আর্তনাদ ও চিৎকার। কর্তব্যরত পুলিশ কর্মী নেত্রেস শর্মা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। সটান নিজের জীবনকে বাজি রেখে ঢুকে গেলেন সেই আগুন লাগা বাড়িতে। ভেতরে ঢুকে দেখেন এক মহিলা ও একটি শিশু রয়েছে। শিশুটিকে বুকের মধ্যে নিয়ে, মহিলাটিকে তাকে অনুসরণ করার কথা বললেন। প্রাণরক্ষা হল তাদের। নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও । অনেকেই কর্তব্যরত পুলিশকর্মীকে প্রশংসায় পঞ্চমুখ।
ঘটনা সুত্রে জানা গেছে সামনে হিন্দি নববর্ষ, বাইক মিছিল বের হয়েছিল রাজস্থানের করালিতে। মসজিদ এর কাছে যেতেই মিছিল লক্ষ করে ইটবৃষ্টি করা হয়। এরপরে গণ্ডগোলের সূত্রপাত। রাস্তার ধারে দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কয়েকটা বাড়িতেও ঘটে অগ্নিসংযোগ। পুলিশের কাছে ঘটনার খবর গেলে , নেত্রেশ শর্মার নেতৃত্বে পুলিশ গপৌঁছায় ওই জায়গায়। তখন কর্তব্যরত পুলিশ অফিসার দেখতে পান অগ্নিসংযোগ ঘটেছে একটি বাড়িতে , সেখান থেকে ভেসে আসছে আর্তনাদের আওয়াজ। এরপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে বুকে করে শিশুটিকে বাড়ির বাইরে বের করেন বুকে নিয়ে।