Headlines
Loading...
চরম জ্বালানি তেল সংকট শ্রীলঙ্কায় , বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হল শ্রীলঙ্কায় সাধারণ মানুষকে ডিজেল বিক্রি

চরম জ্বালানি তেল সংকট শ্রীলঙ্কায় , বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হল শ্রীলঙ্কায় সাধারণ মানুষকে ডিজেল বিক্রি

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : একটা দেশ ক্রমাগত আরও অর্থনৈতিক চাপে পড়ছে। 

রোজই তলিয়ে যাচ্ছে আরও অন্ধকারে। বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্গায় এসেছে এক ভয়ানক খবর। বৃহস্পতিবার থেকে সে দেশে ডিজেল বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। অর্থাত্‍ আর সাধারণ পেট্রল পাম্পে পাওয়া যাচ্ছে না ডিজেল। 


এর ফলে কার্যত থমকে গিয়েছে শ্রীলঙ্কার গাড়ি, বন্ধ হয়ে গিয়েছে একাধিক বিদ্যুত্‍ কেন্দ্র।শ্রীলঙ্কা দীর্ঘতম ব্ল্যাক আউট শুরু হয়েছে দেশ জুড়ে। শ্রীলঙ্কায় এই সংকট তৈরি হয়েছে কয়েকদিন আগে থেকেই। 


সেখানে বিদেশি মূদ্রার অভাব দেখা দিয়েছে, যার ফলে জরুরি ভিত্তিতে আমাদানি করার শক্তিও শ্রীলঙ্কার নেই। ফলে সে দেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় সংকটে পড়েছে এই দ্বীপরাষ্ট্র।


শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের সমস্ত পেট্রল ও ডিজেল পাম্পে পাওয়া যাচ্ছে না সামান্যতম ডিজেলও। সাধারণ মানুষকে তেল বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছে। পেট্রল বিক্রি হচ্ছে, তবে তা পাওয়া যাচ্ছে না বেশিরভাগ জায়গায়।


 ফলে স্থানে স্থানে দাঁড়িয়ে পড়েছে গাড়ি, থমকে গিয়েছে বাসের চাকাও। শ্রীলঙ্কার পরিবহণ মন্ত্রী দিলুম আমুনগুমা জানিয়েছেন, যে গাড়িগুলি বিভিন্ন গ্যারাজে রয়েছে সারানোর জন্য, সেগুলির থেকে ডিজেল নিয়ে আমরা অন্য গাড়িগুলিকে চালু রাখার চেষ্টা করছি।


বেসরকারি বাসের মালিকদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের দুই তৃতীয়াংশ গাড়ি হচ্ছে বাণিজ্যিক গাড়ি, অর্থাত্‍ বাস বা বেসরকারি গাড়ি। সেই মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেল নেই, গাড়ি চালানোর আর কোনও উপায় নেই। 


কয়েকদিন পর থেকে আর সামান্য কয়েকটি বাও চালানো সম্ভব হবে না। আমরা আগে জমা করে রাখা ডিজেল দিয়ে কাজ চালাচ্ছি। কিন্তু আমরা যদি সরবরাহ না পাই, তা হলে বৃহস্পতিবার বিকেল থেকেই বাস বন্ধ থাকবে।


এ দিকে কেন্দ্রীয় স্তরের বিদ্যুত্‍ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৩ ঘণ্টা বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন থেকেছে। জেনারেটর চালানোর মতো ডিজেল কেউ পাচ্ছেন না। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুদিনের মধ্যে বিদ্যুত্‍ পরিষেবা ঠিক করার চেষ্টা করা হবে, আমরা আশা করছি এমন দীর্ঘ সময়ের জন্য বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন আর হবে না।