
দাদা সাহেব ফালকে" পুরস্কার এরপর শাহরুখের জুলিতে ! পুরস্কার নিয়ে বেজায় খুশি তিনি । এই ব্যাপারে কী বললেন তিনি ?
বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : শাহরুখ খান এই নামটি সবার কাছে কম বেশি পরিচিত। আবার আনুষ্ঠানিকভাবে তার নামের আদ্য অক্ষর দিয়ে তৈরি এসআরকে নামেও তাকে ডাকা হয় । তার এই অভিনয় জীবন শুরু হয় ১৯৮৮ সাল থেকে। এই কিং খান 80 টির ও বেশি সিনেমা করেছেন ।তার তন্মধ্যে 14 টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে। তার মধ্যে আটটি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। ২০০২ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য। এছাড়াও তার ঝুলিতে রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার। ১৯৯২ সালে তার চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে "দিওয়ানা" সিনেমাটির মাধ্যমে। প্রথম দিকে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন ।
দীর্ঘ অনেক বছর ধরেই সেরা অভিনেতার পুরস্কার অধরা এই বলিউড বাদশার ।তবে গত বছরের ব্লকবাস্টার মুভি "জওয়ান" -ই এনে দিল দাদা সাহেব ফালকে পুরস্কার । এই পুরস্কার পেয়ে তিনি নিজেই আবেগে ভাসছেন। তিনি আপ্লুত হয়ে বলেছেন " সমস্ত জুড়ি সদস্যদের ধন্যবাদ, যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেছেন ।"
তিনি আরো বলেছেন ," বহু বছর হয়ে গেলো সেরা অভিনেতার পুরস্কার পাইনি । ভেবেছিলাম আর হয়তো কোনদিন পাব না। তাই আমি খুব খুশি হয়েছি। আমি পুরস্কার পেতে খুব ভালোবাসি। আসলে আমি একটু লোভী।"
এরপরেও শাহরুখ খান প্রতিজ্ঞা নিলেন আরো কঠোর পরিশ্রম করার । বললেন , ভারতীয় দর্শকদের আরও এন্টারটেইন করতে আরো পরিশ্রম করব। আমি প্রতিজ্ঞা করছি !নাচ -গান , একশন, রমেন্স যা করতে হয় তার জন্য করব। পর্দায় ভিলেন হতে হলেও হবে।"
জওয়ান তারকার নজর এড়াইনি ,বাদশার হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার দেখে যখন দর্শক আসনে বসে বিধু বিনোদ চোপড়া উচ্ছ্বাস প্রকাশ করছেন । "ওই দেখুন আমি পুরস্কার জেতাই বিধু বিনা চোপড়া আমার থেকে বেশি খুশি " বাদশা মঞ্চ থেকে এই কথাটি বলেছিলেন ।পুরস্কার পেয়ে পরিচালক অ্যাটলি, অভিনেত্রী নয়ন তারা ,বিজয় সেতুপতি থেকেশুরু করে গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন কিং খান ।
২৩ এর শুরুতেই জানুয়ারি মাসে পাঠান মুভিটি রিলিজ হওয়ার পরে তিনি বলেছিলেন "পিকচার আভি বাকি হে..."। এরপর আন্তর্জাতিক আঙ্গিনাতেও মাইলস্টোন গড়েছে জওয়ান মুভিটি। শাহরুখ খান একাই গত বছরের বলিউড কে আড়াই হাজার কোটি টাকার ব্যবসা দিয়েছে। তবে এবারে বাদশা কে ফিল্মফেয়ার অাওয়ারডের অনুষ্ঠানে দেখা যায়নি । শাহরুখ খানের হাতে কোন ওঠেনি 69 তম অনুষ্ঠানে বলিউডের হাল ফেরানোর জন্য । পাঁচ বছর পর দাদা সাহেব ফলকে পুরস্কার উঠলো বলিউড বাদশার হাতে।