Headlines
Loading...
লোকসভা নির্বাচনের আগে বাজেট অধিবেশন: ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আলোচনা

লোকসভা নির্বাচনের আগে বাজেট অধিবেশন: ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আলোচনা

 


ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন তৈরি সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশনের উদ্বেধন করবেন। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। ৯ ফেব্রুয়ারি শুক্রবার বাজেট অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।


      সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বাজেট অধিবেশনে সহযোগিতামূলক পরিবেশের ওপরে জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যসভার ১১ জন সাংসদের ওপর থেকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।


                  কংগ্রেস বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষি সংকট ও জাতিগত হিংসায় আক্রান্ত মণিপুরের বিষয়টি উত্থাপন করবে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, অর্থমন্ত্রীর উচিত অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গের বকেয়া অন্তর্ভুক্ত করা।

            বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রুপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে রাজনীতির পাশাপাশি জাতির সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকগুলি বিস্তৃতভাবে উঠে আসবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছর মেয়াদের ভাল দিকগুলির ওপরে বিশেষভাবে উল্লেখ করা হবে।

 শীতকালীন অধিবেশনে যেসব সাংসদদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শাসকদলের তরফে ইঙ্গিত করা হয়েছে, আসন্ন বাজেট অধিবেশনে প্রতিটি বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তারা।

এই অধিবেশন বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে।