Headlines
Loading...
প্রয়াত "আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা" খ্যাত ভবানীপ্রসাদ মজুমদার

প্রয়াত "আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা" খ্যাত ভবানীপ্রসাদ মজুমদার


স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বাংলার সাহিত্য মহল আবার শোকে আচ্ছন্ন। প্রয়াত বিশিষ্ট বাঙ্গালী কবি ভবানীপ্রসাদ মজুমদার। মৃত্যু কালে বয়স হয়েছিলো ৭৪ বছর। 


বাংলার নামজাদা বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। বহুদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন কবি। সঙ্গে ছিলো ডিমেনশিয়া, বিগত কিছুদিনে নিউমোনিয়াতে আক্রান্ত হন তিনি। বুধবার ভোরের দিকে তিনি পরলোক গমন করেন। জানা গিয়েছে, মরণোত্তর দেহদান করে গিয়েছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। 


বাংলা ভাষার প্রতি আলাদাই আকর্ষণ ছিল তাঁর। বাংলা ভাষাকে সঠিক মর্যাদা ও সম্মান প্রদান করতে, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, " জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা"।।


 মূলত, ছোটদের জন্যই লেখালেখি করতেন তিনি। লিখেছেন "কলকাতা, তোর খোল খাতা" , "ডাইনো ছড়া", "রবীন্দ্রনাথ নইলে অনাথ" ইত্যাদি। সাম্মানিক হিসেবে, সন্দেশ পত্রিকার তরফ থেকে, "সুকুমার রায় পদক" পান। পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকেও পুরস্কার। বাংলা ভাষার জন্য লড়াই করতে থাকা এই বাঙালি কবি মাতৃভাষা দিবসের মাসেই পরলোক গমন করলেন। 

আজ আমাদের মাঝে হয়তো তিনি আর নেই, তবে  স্রষ্টা অমর হয়ে থাকবেন নিজের সৃষ্টির মাধ্যমে। ভবানীপ্রসাদ মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া সমগ্র বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে।