
গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলেন শহর দুর্গাপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এনএস এইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর
সম্রাট নায়েক, পশ্চিম বর্ধমান : গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলেন শহর দুর্গাপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এনএস এইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর।
গ্রীষ্মকালে প্রায়ই হাসপাতালে রক্ত সংকট লেগেই থাকে। এই রক্ত সংকটকে দূর করার জন্য শহর দুর্গাপুরে এন এস এইচ এ নলেজ ক্যাম্পাস এর উদ্যোগে এবং রোটারি ক্লাব দুর্গাপুর ও দুর্গাপুর সাব ডিভিশন ব্লাড ডোনেশন ফোরাম এর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর ডক্টর অলক শতসঙ্গী সবার প্রথমে তার মূল্যবান রক্ত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, এরপর প্রায়ই ২০০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক এই রক্তদান শিবিরে রক্তদান করেন।
দুর্গাপুর sub-division ব্লাড ডোনার্স ফোরাম জানান যে কলেজের ছাত্র-ছাত্রীরা তারা পড়াশোনা সাথে সাথে সামাজিক কাজে যেভাবে এগিয়ে এসেছে তা অভাবনীয় এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে অনেক দূর এগিয়ে যাক আমরা এটাই প্রার্থনা করি , আরো সমাজ মূলক কাজে তারা ব্রতী হন।