Headlines
Loading...
ভারত জোড়ো যাত্রায় বৃহস্পতিবার বাংলায় প্রবেশ কংগ্রেসের

ভারত জোড়ো যাত্রায় বৃহস্পতিবার বাংলায় প্রবেশ কংগ্রেসের

 


বিশেষ প্রতিবেদন : বৃহস্পতিবার "ভারত জোড়ো" যাত্রার দ্বাদশ দিন। আসাম থেকে সোজা এবার বাংলাতে আগমন রাহুল গান্ধীর। তাঁরই নেতৃত্বে এই যাত্রা। বাংলার বিভিন্ন প্রান্তে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে এবারে। কংগ্রেস সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কোচবিহারে রাহুল গান্ধীর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।  আগামী ২৬ ও ২৭ শে জানুয়ারী তিনি ফালাকাটাতে বিশ্রাম নেবেন। ২৮ শে জানুয়ারী এই "ভারত জোড়ো" ন্যায় যাত্রার জন্য, জলপাইগুড়ির ABPC ময়দানে, মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিলো। কিন্তু, রাজ্য পুলিশের পরীক্ষা থাকায়, সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। সেদিন রাতে, উত্তর দিনাজপুরে রাহুল গান্ধীর একটি সভা রয়েছে। ২৯ শে জানুয়ারী বাংলা ছেড়ে বিহারে ঢুকবে এই ন্যায়যাত্রা। এই রাজ্যে, দ্বিতীয় পর্বের যাত্রা আবার শুরু হবে ৩১শে জানুয়ারী। তারপর এই যাত্রার আর কোনো পর্ব বাংলায় হবে না বলেই জানা যাচ্ছে।


 বাংলায় , রাহুল গান্ধীর নেতৃত্বে এই "ভারত জোড়ো" যাত্রার বিরুদ্ধে, উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ কটাক্ষ করেছেন , "এখানে ন্যায় যাত্রা করে কোনো লাভই হবে না। পশ্চিমবঙ্গ নিয়ে ভাবতে হবে না, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এই স্থানগুলো শক্ত রাখার চেষ্টা করুক। ওগুলো তো ওদের নিজস্ব জায়গা।"