
State
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় বিদ্যালয় সি.আর. পি.এফ এ
বিশেষ প্রতিবেদন : কেন্দ্রীয় বিদ্যালয় এ গত 23 জানুয়ারী পরিক্ষা পে চৰ্চা 2024 প্রোগ্রামের অধীনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । বীর নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী স্মরণে এবং কে ভির বীরত্ব দিবস উপলক্ষে এই অনুষ্ঠান উদযাপন হয়।
উক্ত অনুষ্ঠানে মোট 16 টি স্কুলের 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
সমগ্র প্রতিযোগিতাটির তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী বিনোদ যাদব এবং ভাইস প্রিন্সিপাল জনাব অমরেন্দ্র কুমার ঝা। নির্বাচক মন্ডলীর আসনে ছিলেন শ্যামল গাঙ্গুলি, মলয় সাহা এবং শশাঙ্ক অধিকারী।
সমগ্র প্রতিযোগিতা টি সম্পন্ন হওয়ার পর প্রতিযোগিতায় প্রাপ্ত স্থান অধিকারীকদের নাম ঘোষণা করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী হেমশেলা মডেল স্কুল এর একাদশ শ্রেণির ছাত্র আকাশ মান্না।
দ্বিতীয় স্থান অধিকার করেছে গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল এর একাদশ শ্রেণির ছাত্রী আনায়া গড়াই। তৃতীয় স্থান অধিকার করেছে দিল্লি পাবলিক স্কুল (বিধাননগর) নবম শ্রেণীর ছাত্রী দিয়া মন্ডল । চতুর্থ স্থান অধিকার করেছে দুর্গাপুর পাবলিক স্কুল একাদশ শ্রেণির ছাত্রী বিদিশা সাহা। এবং পঞ্চম স্থান পেয়েছে কে ভি সিআরপিএফ এর নবম শ্রেণি এর ছাত্রী মৌপর্ণ মণ্ডল।
অনুষ্ঠানে সমাপ্তি পর্যায়ে বিদ্যালয়ের অধ্যক্ষ, শ্রী বিনোদ যাদব বিজয়ীদের তাদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার উদ্দেশ্যে অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়াও তিনি সমগ্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাপেক্ষে প্রশংসা করেন এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। প্রথম পঞ্চম স্থান অর্জনকারী অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয় ।
এই সমগ্র প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে শ্রীমতি অনিন্দিতা সাহা (TGTart) এবং প্রাথমিক বিভাগের সকল শিক্ষকদের সহযোগিতা অনবদ্য ।