
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : রাম নগরী অযোধ্যা এখন ভক্ত সমুদ্রে ভেসে যাচ্ছে। গত ২২ জানুয়ারী রাজকীয়ভাবে উদ্বোধনের পর মাত্র ৭ দিনে প্রায় ১৯ লক্ষ মানুষ রামলালার দর্শন করেছেন।
প্রতিদিন গড়ে ২ লক্ষ ভক্ত রাম মন্দিরে ভিড় জমাচ্ছেন।গতকাল এই সংখ্যা ছিল ৩ লক্ষ। উদ্বোধনের পরের দিন (২৩ জানুয়ারী) ৫ লক্ষ ভক্ত রামলালার দর্শন করেছিলেন।
ভক্তদের সুষ্ঠুভাবে দর্শন করতে পারার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যোগী সরকার। পদপিষ্টের মতো ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রায় ১ হাজার RAF জওয়ান মন্দিরের ভিতরে ও বাইরে মোতায়েন রয়েছে।
যোগী সরকারের তৎপরতায় ভিড় নিয়ন্ত্রণের জন্য কমিটি গঠন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য আলাদা চ্যানেল তৈরি করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা।
রামলালার দর্শন পেয়ে আনন্দে আপ্লুত তীর্থযাত্রীরা।দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ভক্তদের। অযোধ্যা নগরীতে উৎসবের মরশুম। রাম মন্দিরের উদ্বোধন শুধু একটি ধর্মীয় ঘটনা নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুজ্জীবনের প্রতীক। লাখ লাখ ভক্তের সমাগম এই সত্যের প্রমাণ যে, রামায়ণ কেবল একটি গল্প নয়, এটি ভারতীয় জনগণের হৃদয়ের স্পন্দন।