
নিজস্ব প্রতিবেদন : আগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, সিউড়ি, রামপুরহাট, কালনা, বহরমপুর, আরামবাগ, পুরুলিয়া, বান্দয়ান, মানবাজার, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হলদিয়া, দীঘা ও ফলতা থেকে দূরপাল্লার বাসগুলিতে পরীক্ষার্থীদের ওঠা নামার জন্য পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে থেকে এবং পরীক্ষা শেষের দুঘন্টা পর পর্যন্ত অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।
পশ্চিম বর্ধমান জেলা সহ অন্যান্য প্রান্তিক এলাকার জন্য এক্সামিনেশন স্পেশাল বাস চালানো হবে। ওইসব বাসের সামনে "Examination Special" বোর্ড ঝোলানো থাকবে।
পরীক্ষার দিন গুলিতে SBSTC-র বাস পরিষেবা সম্পর্কিত যেকোনো খবর জানতে কন্ট্রোল রুম 7699993930 এবং হোয়াটস অ্যাপে 7699994000 নম্বরে যোগাযোগ করা যাবে।
এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে এবং সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।