Headlines
Loading...
আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঝুপড়ি বসতি

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঝুপড়ি বসতি


ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : আজ সকালে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের পাশে, ইএম বাইপাসের ধারে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ড এর সৃষ্টি হয়েছে।


 চারিদিক আগুনের তীব্র ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।   জানা গেছে, সিলিন্ডার ফেটে তার থেকে আগুন লেগেছে আর সকাল থেকে হাওয়া বইছে ভালোই। তাই, দাউদাউ করে নিমেষের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে যায়। 



ঝুপড়ি বসতিগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঐ স্থানের বাসিন্দাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই ঝুপড়ির মধ্যে বেশ কিছু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরও বাস। তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 


প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে, ৫০টি পরিবারের বসতবাড়িতে আগুন লেগেছিল। স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেওয়ায়, দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়।  আগুন এখন বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে, সিলিন্ডার বিস্ফোরণ হলো কীভাবে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।