
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : BCCI এর তরফ থেকে প্রকাশ পেলো আইপিএলের সময়সূচী। সামনেই রয়েছে লোকসভা নির্বাচনের ভোট।
এখনও ভোটের দিনক্ষণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি বলে, BCCI এর তরফ থেকে, একটি আংশিক সূচি ঘোষণা হয়েছে। তবে, উল্লেখ্য ভোটের দিন ঘোষণা হলে, সময়সূচীটি পূর্ণ ভাবে প্রকাশিত হবে। আপাতত, ২২ শে মার্চ থেকে ৭ই এপ্রিল, মোট ১৭ দিনের খেলার সময় ও স্থান নির্ধারিত হয়েছে।
একদম প্রথম ম্যাচেই রয়েছে চিপকে CSK ও RCB এর খেলা। পরের দুই দিন অর্থাৎ শনি ও রবিবার রয়েছে ২ টি করে ম্যাচ। প্রকাশিত আংশিক সূচি অনুযায়ী, ২৩শে মার্চ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালিতে দিল্লী ও পাঞ্জাবের মধ্যে। আবার, সেদিনই ঘরের মাঠে খেলবে কলকাতা, হায়দরাবাদের বিরুদ্ধে।
২৪শে মার্চ দুপুরে রাজস্থান খেলবে লখনৌ এর বিরুদ্ধে। আর, সেদিন রাতে থাকছে গুজরাট ও মুম্বাইয়ের ম্যাচ। তবে, গুজরাট বনাম মুম্বাই ম্যাচে থাকছে এবার এক আলাদাই উত্তেজনা। কারণ, গুজরাটের হয়ে এবারে অধিনায়কত্ব করবেন শুভমান গিল।
তবে, গোড়ালিতে আঘাতের জন্য, চলতি বছরের আইপিএল এ থাকছেন না মহম্মদ শামি। আবার, অন্যদিকে রোহিত শর্মার পরিবর্তে, হার্দিক পান্ডিয়া সামলাবেন মুম্বাইয়ের অধিনায়কত্ব। সব মিলিয়ে, এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন ভারতবাসী।