Headlines
Loading...
ফের বিয়ের পিঁড়িতে অনুপম রায়, এবার পাত্রী একজন গায়িকা, দেখে নিন তাঁকে

ফের বিয়ের পিঁড়িতে অনুপম রায়, এবার পাত্রী একজন গায়িকা, দেখে নিন তাঁকে


স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগে, অনুপম রায়ের দ্বিতীয় স্ত্রী পিয়াদেবী টলিয়ুডের খ্যাতনামা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে সাতপাকে বাঁধা পড়ায়, টলিপাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবার, স্বয়ং অনুপম রায়ই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। 


তবে জাঁকজমক ভাবে নয়, একেবারেই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারতে চলেছেন গায়ক অনুপম। এবারে পাত্রী প্রস্মিতা পাল। তিনিও টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সুন্দর গান উপহার দিয়েছেন। "সাজনা" , "হতে পারে না" প্রভৃতি গানে তাঁর গলা রয়েছে।



 আগামী ২রা মার্চ তাঁদের রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হবে। কলকাতা শহরেই, দুটি পরিবারের আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়েই সম্পন্ন হবে এই বিবাহকার্য।


 তবে, দুজনেই জানেন, বিয়ের পিঁড়িতে বসামাত্রই দুজনকেই বিভিন্ন ট্রোলিংয়ের মুখোমুখি হতেই হবে। ট্রোলারদের বিষয়ে, অনুপম রায়ের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, "যে যেভাবে ভালো থাকে, সেভাবেই ভালো থাকুক। সকলেই নিজের মতো করে বাঁচুক। আমি বিয়েতে এখনও আশাবাদী।"


 অন্যদিকে, পরমব্রত ও অনুপম দুজনের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক ছিল বেশ গাঢ়। পরমব্রতও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে নতুন জীবন শুরু করার আগে। অনুপম ও প্রস্মিতা "তোমায় নিয়ে গল্প হোক" নামের একটি গানে একসাথে গলা মিলিয়েছেন। এবার, দুজনে এক হতে চলেছেন বিবাহের মাধ্যমে।