
State
শুরু হচ্ছে ২০২০-২০২২ এর D.Ed. দের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ২০২০-২০২২ সালে D.Ed. ব্যাচের ২০২২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিলো, তার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবার শুরু হতে চলেছে প্রাইমারি টেট এর ইন্টারভিউ।
যদিও, ইন্টারভিউ শুরু হলেও, নিয়োগ কখন হবে, তা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে সুপ্রিমকোর্টের নির্দেশের উপর। সুপ্রিমকোর্ট নোটিশ জারি করেছে, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হলে, তার ৬ সপ্তাহ পরে কোর্টে সমস্ত রিপোর্ট জমা করতেই হবে।
জানা গিয়েছে, চলতি বছরেই আগামী ৩রা মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া ও নথিপত্র যাচাই। এই বিষয়ে, জানানো হচ্ছে প্রাথমিকে মোট শূণ্যপদ ছিল ১১,৭৬৫ টি। ইতিমধ্যেই, ৯৫৩৩ টি শুণ্যপদে নিয়োগ হয়েছে। বাকি শুণ্যপদ নিয়োগ হবে, সুপ্রিমকোর্টের নির্দেশের পর।