
offbit
মাইন্ড রিডিং এর পরের ধাপ BrainGPT. মানুষের মনের কথা পড়ার এক অভাবনীয় আবিষ্কার
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : আমাদের মধ্যে অনেকেই হয়তো মাইন্ড রিড করতে পারেন খুব সহজেই। তবে, এবারে তার থেকে আরও এক পদক্ষেপ এগিয়ে গিয়ে সিডনিতে আবিষ্কার হলো মানুষের মন পড়ার প্রযুক্তি।
এবার, সিডনিতে Technology University এর গ্রাফেনএক্স ইউটিএস মনুষ্যকেন্দ্রিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর গবেষকরা এমন প্রযুক্তির আবিষ্কারই করলেন।
AI ও Machine Learning এর গবেষকদের গবেষণায়, ২৯ জন অংশগ্রহণকারীর ব্যক্তির প্রত্যেককে একটি করে বই মনে মনে পড়তে দেওয়া হয়।
ডিওয়েব নামক একটি AI মডেল পাঠক-পাঠিকাদের মাথার তরঙ্গগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে নির্দিষ্ট শব্দগুলোকে ফুটিয়ে তোলে পর্দায়।
এর আগে বহু সফটওয়্যার সহযোগে এই জাতীয় প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে তবে এখনও পর্যন্ত এটি প্রথম Full MRI Machine এর প্রয়োজন ব্যতীত, মস্তিষ্ক সংকেতকে ভাষায় রূপান্তরের প্রযুক্তি।
এই প্রযুক্তি ব্যবহারকারীদের মাথায় একটি টুপি পড়তে হবে যা EEG এর সহায়তায় মস্তিষ্কের সংকেতকে ভাষার রূপ দিতে সক্ষম হবে। BLEU অ্যালগরিদমের সাহায্যে, মানুষের মাথার সংকেত ও পর্দায় ফুটে ওঠা ভাষার মধ্যে কতোটা কি সামঞ্জস্য রয়েছে, তা মাপা যায়।
তবে, নির্ভুল ও নিখুঁত হতে এই প্রযুক্তির বেশ খানিকটা সময় লাগবে। তা হোক, তবে এখন কিন্তু মানুষের মনের কথা, মাথার যুক্তি ও মুখের কথার মধ্যে কতোটা কি মিল রয়েছে, তা অতি সহজেই জানা অসাধ্য ব্যাপার নয়।