
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : আবার দাম বাড়ল জ্বালানি তেলের। গতকালের তুলনায় ফের পেট্রোলের দাম বৃদ্ধি পেল ৮৩ পয়সা। একই সাথে বাড়ল ডিজেলের দাম ৮০ পয়সা। যার ফলে পেট্রোল এর নতুন দাম হয়ে দাঁড়ালো ১০৬.৩৪ টাকা। ডিজেলের নতুন দাম ৯১.৪২ টাকা। বুধবার ভোর ৬'টা থেকে নতুন দাম কার্যকর হবে এমনটাই সূত্র মারফত জানা গেছে। সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর ২১ মার্চ দাম বৃদ্ধির ঘোষণা করে পেট্রোল ও ডিজেলের ।

২২ মার্চ সকাল থেকে কার্যকর হয় সেই দাম। এরপর আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আগামীকাল অর্থাৎ বুধবার ভোর ৬'টা থেকে কার্যকর হবে পেট্রোল ও ডিজেলের নতুন দাম। পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন সবাই ৷ একইসাথে প্রায় ৫ মাস পরে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার এলপিজি সিলিন্ডারের নয়া রেট জারি করেছে ৷ নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা মূল্যবৃদ্ধি হয়েছে। কলকাতায় গ্যাসের দাম ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়েছে। যার ফলে অনায়াসেই বলা যেতে পারে যে সাধারণ আমজনতা একদিকে জ্বালানি তেল ও অপর দিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার ফলে একপ্রকার সাঁড়াশি চাপের মধ্যে পড়েছে।