Headlines
Loading...
এবার মমতা ব্যানার্জী এলেন অন্য  রূপে,  দিদি নং ১ এর শ্যুটিংয়ে

এবার মমতা ব্যানার্জী এলেন অন্য রূপে, দিদি নং ১ এর শ্যুটিংয়ে


স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বাংলার একটি জনপ্রিয় টিভি রিয়ালিটি শো হল জি বাংলার দিদি নং ১।  এবার সেই টিভি শো তেই উপস্থিত হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ।

 আপামর বাংলার জনপ্রিয় "দিদি" মমতা ব্যানার্জী এবার যেন ধরা দিলেন অন্য এক রূপে। আন্তর্জাতিক ভাষা দিবসের দিন, ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নং ১ এর শুটিংয়ে কখনো তাঁকে মঞ্চের মধ্যে দেখা গেলো রিয়ালিটি শো এর বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করতে,


 কখনো আবার প্রতিযোগীদেরকে প্রশ্নের উত্তর দিতে সহযোগীতা করতেও দেখা গেলো। এমনকি, দিদি নং ১ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জীকে শোনালেন তিনি নিজের ছোটবেলার গল্প। 


সর্বমোট আড়াই ঘণ্টার শ্যুটিং করেছেন তিনি। তবে, শো এর এডিটরদের পড়েছে মাথায় হাত। কারণ, মমতা ব্যানার্জী একসাথে এতো কিছু করেছেন শুটিংয়ের সময় মঞ্চের মাঝে, তাঁরা বুঝে উঠতে পারছেন না কোনটা রাখবেন আর কোনটা কাটবেন। 


তবে, সবমিলিয়ে এক অন্যরকম সাবলীলতায় ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শো টির সাথে যুক্ত সকল কলাকুশলীরা প্রত্যেকে খুব আনন্দিত তাঁকে তাঁদের মাঝে পেয়ে।