
৭ই জানুয়ারি ব্রিগেডে জনসমাবেশের ডাক DYFI এর, প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত মহম্মদ সেলিম
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ২০০৮ এর প্রায় ১৫ বছর পর, নতুন করে DYFI এর ডাকে, ব্রিগেডে জন সমাবেশের মতো ঘটনা ঘটতে চলেছে। চলতি বছরের ৭ই জানুয়ারি ব্রিগেডে ঘটবে এই সমাবেশ। দুর্নীতির প্রতিবাদে, শিক্ষা এবং চাকরির দাবিতে ইতিমধ্যে ইনসাফ যাত্রা চলেছে ৫০ দিন ধরে। ইনসাফ যাত্রার শেষে কলকাতায় এই জন সমাবেশের আয়োজন করা হয়েছে।
আর সেই প্রসঙ্গেই CPM এর যুব সংগঠনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে মূলত এই বছরের এই জনসমাবেশকে "উল্টো ব্রিগেড" বলে আখ্যা দেওয়া হচ্ছে। কারণ অন্য বছর কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনের মাঠে, এই জনসমাবেশের আয়োজন করা হয়।
কিন্তু এবছর মঞ্চ তৈরি হবে উল্টোদিকে। এই প্রসঙ্গে CPM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন,"মাঠের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। তরুণদের পাশাপাশি, মহিলাদের মধ্যেও এই জনসমাবেশ নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে।
অনেক পুরোনো সমর্থকরা আশায় নতুন করে বুক বাঁধছে।" তাছাড়াও এন্ট্রান্স প্রসঙ্গে তিনি জানিয়েছেন,"দক্ষিণ দিকে মেট্রোরেলের কাজ হচ্ছে , সেদিকে প্রবেশদ্বার করা সম্ভবপর হবে না। পূর্ব দিক দিয়ে এন্ট্রান্স এর ব্যবস্থা করা হবে। পশ্চিম দিকটায় এমনিতেই বেড়া দিয়ে ঘেরা আছে। উত্তর দিকটাও জনসমাবেশের জন্য ঘেরাও থাকবে বলে শোনা যাচ্ছে।"
জানা যাচ্ছে দুই দিনের জন্য এই জন সমাবেশের অনুমতি পাওয়া গিয়েছে। শনিবার থেকে শুরু হবে মঞ্চ বাঁধার কাজ। মূলত, ওই দিন থেকেই কর্মীরা আসতে শুরু করবেন। এবং ৭ই জানুয়ারি অর্থাৎ রবিবার হবে চূড়ান্ত জনসমাবেশ।
এ কারণেই, সকালে সমস্ত পরিস্থিতিকে খতিয়ে দেখার জন্য ব্রিগেডস্থলে উপস্থিত ছিলেন CPM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও DYFI এর তরফে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেদিন উপস্থিত থাকবেন CPM এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, DYFI এর সকল কর্মীবৃন্দ।
DYFI এর এই জনসমাবেশ উপলক্ষ্যে, ব্রিগেডের মাঠে নতুন যুবকেরা নতুন উদ্যমে কাজে নেমেছে। এখন এটাই দেখার পালা, এই জনসমাবেশ কতটা সফল হতে চলেছে।