Headlines
Loading...
হটাৎ বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

হটাৎ বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী


ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : শনিবার, ১০ ফেব্রুয়ারি  শুটিং চলাকালীন হটাৎ ই অসুস্থ হয়ে পড়লেন  অভিনেতা মিঠুন চক্রবর্তী।  

বুকে তীব্র ব্যথা  শুরু হলে তড়িঘড়ি তাকে কলকাতার বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


 ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন।  বুকের ব্যথার কারনে   এমআরআই ও হয়েছে ।  অভিনেতা সোহম চক্রবর্তীও সাথে ছিলেন এবং তিনি এমতোবস্থায় হাসপাতালে নিয়ে আসেন মিঠুন চক্রবর্তী কে।
চিকিৎসা শুরু হয়েছে।


 ব্রেন স্টোক এ আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকেদের। চিকিৎসা যাতে সঠিক ভাবে সময়ে হয় সেদিকেও হাসপাতাল কর্তৃপক্ষ জোর দিয়েছেন।