
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ষষ্ঠ বাজেটে জনকল্যাণে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই বাজেটে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হল
১.লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হয়েছে। এখন থেকে সাধারণ মহিলাদের জন্য মাসিক ভাতা হবে ১০০০ টাকা এবং তপসিলিজাতি/জনজাতির মহিলাদের জন্য ভাতা হবে ১২০০ টাকা।
২.রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে ৪%।এর ফলে তাদের বর্তমান ডিএ হবে ১৪%।
৩.মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্রসাথী ঘোষণা করা হয়েছে।
৪.মুড়িগঙ্গা নদীর উপর ১২০০কোটি টাকা ব্যয়ে গঙ্গাসাগর সেতু নির্মাণ করা হবে।
৫.হ্যান্ডলুম এবং খাদি শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শিল্পীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে।
৬.মিডডেমিল রাঁধুনি ও সহায়কদের ৫০০টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে।
৭.রাজ্যে চার নতুন অত্যাধুনিক তাপবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
৮.চুক্তি ভিত্তিক রাজ্য সরকারি গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে ৩ ও সাড়ে ৩ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।
এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অবকাঠামোগত বিকাশের জন্যও বিশেষ বরাদ্দ করা হয়েছে। এই বাজেট প্রকাশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরও একবার তাদের জনকল্যাণমূলক নীতির প্রমাণ দিয়েছেন।