
অনেক তো হলো Four Wheeler ,Two Wheeler ! এবার Suzuki নিয়ে আসতে চলেছে ইলেকট্রনিক হেলিকপ্টার
বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : যুগের সাথে তাল মিলিয়ে পরিবহন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন যানবাহন গুলিতে পেট্রোল ডিজেলের পরিবর্তে ব্যবহার হচ্ছে বিদ্যুৎ। four wheeler থেকে শুরু করে two wheeler বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যানবাহন গুলির চাহিদাও বেড়েছে । এই আবহেই মারুতি সুজুকি ঘোষনা করেছে আকাশপথে সফরের জন্য ইলেকট্রনিক হেলিকপ্টার তৈরি করতে চলেছে তারা।
সূত্রের খবর, জাপানি সংস্থা সুজুকির যৌথ সহযোগিতায় মারুতি এক বিশেষ ধরনের বৈদ্যুতিক হেলিকপ্টার তৈরি করবে । এই হেলিকপ্টারটি ড্রোনের তুলনায় বড়ো হবে কিন্তু প্রচলিত হেলিকপ্টারের তুলনায় ছোট হবে । যেটিতে পাইলট সহ তিনজন যাত্রী থাকতে পারবে ।
জানা গিয়েছে যে , মারুতি সুজুকি এর মূল লক্ষ্য হলো এই যানটি ভারতে বিস্তৃত করবার আগে জাপান ও আমেরিকার বাজারে প্রবেশ ঘটানো । মনে করা হচ্ছে পরবর্তীকালে এই এয়ার ট্যাক্সি পরিবহন ব্যাবস্থায় এক নতুন বিপ্লব ঘটাবে । উল্লেখযোগ্য বিষয় হল, বিক্রির জন্য ভারতীয় বাজারে অন্বেষণের প্রতি মনোনিবেশ করছে না বরং , উৎপাদন খরচ কমাতে ভারতে উৎপাদনের কথাও বিবেচনা করছে ।
মারুতি সুজুকির এই অভিনব হেলিকপ্টারটির নাম দেওয়া হবে "skydrive" । এই হেলিকপ্টারটির মটর এবং রোটারের ১৩ ইউনিট দিয়ে সজ্জিপ্র।থম অনুমান করা হচ্ছে এই sky drive টি ২০২৫ এ জাপানের ওসাকা এক্সপোতে প্রদর্শত করা হবে প্রথম । তবে মারুতি "মেক ইন ইন্ডিয়া " উদ্যোগের মাধ্যমে এই প্রযুক্তিটি ভারতে আনার পরিকল্পনা করছে ।
সংস্থাটি জানিয়েছেন ,১.৪ টনের টেক অফের ওজনের সাথে এই হেলিকপ্টারটি একটি প্রচলিত হেলিকপ্টারের ওজনের প্রায় অর্ধেক হবে । ফলে , কম ওজন হওয়ার কারণে এটি টেক অফ এবং ল্যান্ড করার জন্য যে কোন ভবনের ছাদ ব্যবহার করা যেতে পারে । এর ফলে সাধারণ মানুষরা খুব সহজেই এবং কম খরচে স্কাই ড্রাইভ -এর অভিজ্ঞতা অর্জন করতে পারবে । কম খরচের কারণে এর ভাড়াও কম হবে বলে মনে করা হচ্ছে ।