Headlines
Loading...
আমিষ ছেড়ে বাড়িয়েছেন সঞ্চয়,১৪ হাজার বই সংগ্রহ করে চাকদহের শিক্ষক গড়লেন নজির

আমিষ ছেড়ে বাড়িয়েছেন সঞ্চয়,১৪ হাজার বই সংগ্রহ করে চাকদহের শিক্ষক গড়লেন নজির


স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : পেশায় শিক্ষক চাকদহের বাসিন্দা শ্রী দেবব্রত চট্টোপাধ্যায়। নেশা বই সংগ্রহ করা। তাঁর দখলে রয়েছে ১৪,০০০ এরও বেশী বই থাকায়, সম্প্রতি তিনি একটি নজির স্থাপন করেছেন। বাড়ির তিনতলার প্রায় পুরোটাই বই দিয়েই ঢাকা। বছরের প্রথমেই তিনি নিজের বই কেনার জন্যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে রাখেন।

 ২০১৬ থেকে প্রতিবছর ২ লক্ষ টাকার উপরে বই কেনেন তিনি। আমিষ খাবার ছেড়ে দিয়েছেন তিনি , সেই টাকা দিয়ে বই কেনার উদ্দেশ্যে। তাঁর স্ত্রীও পেশায় শিক্ষিকা। বই কেনার উদ্দেশ্যে, তিনিও স্বামীকে অনুপ্রেরণা যোগান ও অর্থ দিয়ে বই কিনতে সহযোগীতা করেন। এলাকার প্রচুর ছাত্র ছাত্রী, গুণীজন আসেন তাঁর বাড়িতে, তাঁর অগাধ বইয়ের সম্ভার দেখতে। কখনো কখনো তাঁরা পড়ার জন্য বই নিয়েও যান ও কখনো বা দেবব্রত বাবুর বাড়িতে বসেই বই পড়েন।


 আধ্যাত্মিক, গোয়েন্দা, ছোটো গল্প, সাহিত্য, বিজ্ঞান আরো কতরকমের বই যে তিনি নিজের সংগ্রহে রেখেছেন, তা গোনা যাবেনা। তিনি নিজে একটি বাড়িও তৈরী করছেন এবং সেটিকে লাইব্রেরী করে গড়ে তোলার ইচ্ছে রয়েছে দেবব্রত বাবুর। বইগুলি সেখানেই থাকবে ও ছাত্র ছাত্রী বা সকল গুণীজন এসে সেই বইগুলো বিনামূল্যে পড়তে পারবেন।  


দেবব্রত বাবুর কথায়, "বর্তমান যুগে, ইন্টারনেটের সুবিধা থাকার জন্য অনেকেই PDF এর মাধ্যমে বই পড়েন ঠিকই, তবে প্রিন্টিং বইয়ের গন্ধই আলাদা আর তাই প্রিন্টিং বই পড়ার মজাই আলাদা।"