
international
এবার বন্ধ হতে চলেছে Google pay ! ইউজাররা কতটা সমস্যার সম্মুখীন হতে পারে ?
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : Google Pay, আমেরিকায় 2024 সালের জুন থেকে বন্ধ হয়ে যাবে। জুন থেকে আমেরিকার ব্যবহারকারীরা আর GPay অ্যাপ ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন না।
Google এই সিদ্ধান্তের স্পষ্ট কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, Google Wallet -এর সাথে GPay -এর বৈশিষ্ট্যগুলির মিল থাকায় Google GPay বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
GPay-এর সকল পরিষেবা আমেরিকায় বন্ধ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে:
অ্যাপ-ভিত্তিক পেমেন্ট: Google Play Store থেকে অ্যাপ কেনার জন্য GPay আর ব্যবহার করা যাবে না।
অনলাইন পেমেন্ট: ওয়েবসাইটে কেনাকাটার জন্য GPay আর ব্যবহার করা যাবে না।
ইন-স্টোর পেমেন্ট:দোকানে পেমেন্ট করার জন্য GPay আর ব্যবহার করা যাবে না।
P2P পেমেন্ট: GPay ব্যবহার করে বন্ধু ও পরিবারের কাছে অর্থ পাঠানো আর সম্ভব হবে না।
Google Wallet হল GPay -এর উন্নত সংস্করণ। এটি আমেরিকায় GPay -এর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। Google Wallet -এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ-ভিত্তিক, অনলাইন এবং ইন-স্টোর পেমেন্ট করতে পারবেন।
এছাড়াও Apple Pay, Samsung Pay, PayPal, Venmo -এর মতো অন্যান্য মোবাইল ওয়ালেট ব্যবহার করা যেতে পারে।
GPay বন্ধ হলেও ব্যবহারকারীদের GPay অ্যাকাউন্টে থাকা অর্থ হারিয়ে যাবে না। ব্যবহারকারীরা তাদের Google Wallet অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর করতে পারবেন।GPay -এর লেনদেনের ইতিহাস ব্যবহারকারীরা Google Takeout -এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
GPay বন্ধ হওয়ার বিষয়ে Google আরও তথ্য প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আমেরিকা ছাড়া অন্যান্য দেশগুলোতে GPay বন্ধ হওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।