Headlines
Loading...
মিড ডে মিল প্রকল্পের দুর্নীতির অভিযোগ থেকে সরাসরি সচিব পর্যায়ের বৈঠকে প্রশংসা মিললো  মিড ডে মিল প্রকল্পের !

মিড ডে মিল প্রকল্পের দুর্নীতির অভিযোগ থেকে সরাসরি সচিব পর্যায়ের বৈঠকে প্রশংসা মিললো মিড ডে মিল প্রকল্পের !


বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : প্রাইমারি থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় পর্যন্ত মিড ডে মিল প্রকল্পটি প্রচলিত। সচিব পর্যায়ের বৈঠকে উঠে এসেছে মিড ডে মিল প্রকল্পের প্রসঙ্গ এবং এখানে প্রশংসিত হয়েছে এই মিড ডে মিল প্রকল্পটি । বিরোধী পক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত করল কেন্দ্র ।চলুন বিস্তারিত জানা যাক ......


সূত্র মারফত খবর , গত দুদিন় সচিব পর্যায়ের বৈঠক হয়েছে রাজ্যের বিভিন্ন কর্তৃপক্ষ এবং দপ্তর-এর বিভিন্ন প্রকল্প  নিয়ে । যেখানে বিশেষভাবে উল্লেখ্য ছিল মিড ডে মিল প্রকল্প । মিড ডে মিল নিয়ে কেন্দ্র ও রাজ্যের বৈঠক হয় যেখানে উঠে আসে  মিড ডে মিল প্রকল্পের প্রশংসা ।


 প্রশংসার কারণ হলো , রাজ্যে -র মিড ডে মিল প্রকল্প-এ   টাকা ব্যবহার করা এবং খরচ করা আবার সেখান থেকে টাকা পুনরুদ্ধারও করার বিষয়টি ।


এই বিষয়টি কে মডেল বলে আখ্যা দিয়েছেন মুখ্য সচিবেরা। কেন্দ্রের সচিবরা পরামর্শ দিয়েছেন যে পশ্চিমবঙ্গ যেভাবে মিড ডে মিলে টাকা ব্যবহার করেছে এবং টাকা বাঁচিয়েছে তা অন্যান্য রাজ্যগুলিকে অনুকরণ করা উচিত।  এর ফলে পরবর্তীকালে কোন স্কুলে অনুদান পেতে কোন অসুবিধা হবে না।

মিড ডে মিল প্রকল্পের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিল বিরোধী দল । তারা কখনো মিড ডে মিলের চাল নিয়ে অভিযোগ করেছে ,আবার কখনো মিড ডে মিলের টাকা খরচ নিয়ে চুরির অভিযোগ এসেছে সামনে ।কেন্দ্র থেকে টিমও পাঠানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখার জন্য।তবে এই সব বিষয়ের সমাপ্তি ঘটিয়ে কেন্দ্র এই মিড ডে মিল প্রকল্পটিকে প্রশংসার প্রেক্ষাপটে এনে ফেলেছেন।



শুধুমাত্র মিড ডে মিলের প্রশংসা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প গুলি ও নানাভাবে প্রশংসিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে ।

 যেমন - কৃষি দপ্তর ,একশো দিনের প্রকল্প ,  স্বাস্থ দপ্তর প্রভৃতি । দেখা গেছে বিরোধী দলের শাসিত রাজ্য গুলি থেকে পশ্চিমবঙ্গ  অনেক এগিয়ে আছে ।