Headlines
Loading...
ভারতরত্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আডবাণী

ভারতরত্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আডবাণী



ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে দেশের প্রতি অসামান্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'ভারতরত্ন' পুরস্কারে ভূষিত হচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আডবাণী। 
লাল কৃষ্ণ আডবাণী একজন খ্যাতিমান রাজনীতিবিদ, যিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) -এ যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে:
জনসংঘের সভাপতি (1973-1986),
বিজেপির সভাপতি (1986-1990, 1993-2005), লোকসভার বিরোধী দলনেতা (1990-1993, 1998-2004),  উপ-প্রধানমন্ত্রী (2002-2004), গৃহমন্ত্রী (2002-2004)।

আডবাণী একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত এবং তিনি হিন্দুত্ব-এর ধারণার একজন প্রবল সমর্থক। 
1990 সালে রাম রথযাত্রা: আডবাণী রাম রথযাত্রার নেতৃত্ব দেন, যা ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়েছিল। আর সেই সূত্র ধরে কিছুদিন আগে রাম মন্দিরের প্রতিষ্ঠা। তাই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর ভারত সরকারের উদ্যোগে আডবাণীকে ভারতরত্ন সম্মান প্রদান।
 এছাড়াও আঁটবানের কিছু উল্লেখযোগ্য ভূমিকা,  2002 সালের গুজরাট দাঙ্গা: গৃহমন্ত্রী থাকাকালীন গুজরাটে সংঘটিত দাঙ্গার জন্য তাকে সমালোচিত করা হয়েছিল।2014 সালের লোকসভা নির্বাচন: বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে আডবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ভারতরত্ন পুরস্কার লাভের জন্য আডবাণী-কে অভিনন্দন জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব।

এই পুরস্কার  আডবাণীর দীর্ঘ ও বিতর্কিত রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।