
entertainment
india
মাত্র ৩২ বছরেই থেমে গেল জীবনের স্রোত। সার্ভিকাল ক্যান্সারে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডে
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে জরায়ুর ক্যান্সারের সাথে লড়াই এ হার মেনে গেলেন। টিমের তরফ থেকে পুনম পান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকাল আমাদের সবার কাছে কঠিন। অসীম দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের প্রিয় পুনমকে হারিয়েছি।
৩২ বছর বয়সী পুনম পাণ্ডে বিভিন্ন ম্যাগাজিন, বিজ্ঞাপন এবং ফ্যাশন শোতে কাজ করেছেন। তিনি ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলে পুরস্কার হিসেবে স্ট্রিপ করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছিলেন। পরবর্তীতে বেশ কয়েকটি ছবিতে এবং 'খাতরো কি খিলাড়ি' ও 'লক আপ'-এর মতো রিয়ালিটি শো-তেও তিনি অভিনয় করেছেন।
পুনম পাণ্ডের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ফানেরাও । সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।