
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এর মধ্য দিয়ে এই খবর নিশ্চিত করেছেন।
কোহলি লিখেছেন, " আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের একটি সুস্থ পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ভামিকার ছোট ভাই 'Akaay' এর জন্য আমরা আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা চাই।"
অনুষ্কা ও বিরাট 2017 সালে ইতালিতে বিয়ে করেন। 2021 সালের 1 জানুয়ারি তাদের প্রথম সন্তান, ভামিকা জন্মগ্রহণ করে। অনুষ্কার গর্ভাবস্থার খবর গত বছরের শেষের দিকে সামনে আসে।
আমাদের পক্ষ থেকে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা এবং তাদের পরিবারকে অভিনন্দন।