Headlines
Loading...
টাটা গ্রুপের অভিনব পদক্ষেপ : গ্রাহকদের জন্য সুখবর!

টাটা গ্রুপের অভিনব পদক্ষেপ : গ্রাহকদের জন্য সুখবর!


বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : সৌরশক্তি কে কেন্দ্র করেই টাটা গ্রুপ নিয়ে আসতে চলেছে এক বড়ো চমক। টাটা গ্রুপ, এই ক্ষেত্রে এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যা গ্রাহকদের জন্য অত্যন্ত আনন্দের।

অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রীর সূর্যোদয় যোজনা প্রকল্পের ঘোষণার পর, টাটা গ্রুপের Tata Power Limited এই ক্ষেত্রে কাজ করার সিদ্ধান্ত নেয়। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তথ্য অনুযায়ী, টাটা গ্রুপের সৌর প্রকল্প এবং এর ফাইন্যান্স সংক্রান্ত তথ্য সামনে এসেছে।

Tata Power Solar System Limited (TPSSL), টাটা গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন সোলার সাবসিডিয়ারি, গত ৪.৫ বছরে ৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের কাস্টমার ফাইনান্স ফেসিলিটি প্রদান করেছে। এছাড়াও, TPSSL ২২০০ টিরও বেশি বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের ফাইনান্স সলিউশন প্রদান করেছে।

সৌরবিদ্যুৎ ঐতিহ্যবাহী বিদ্যুতের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায়। সৌরবিদ্যুৎ পরিবেশের কোন ক্ষতি করে না। এছাড়াও সৌর প্যানেল স্থাপন করা খুব সহজ।
টাটা গ্রুপের এই পদক্ষেপ সৌরশক্তির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহকরা এখন সহজেই সৌর বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুতের খরচ কমাতে পারবে এবং পরিবেশ রক্ষায় অবদান রাখতে সক্ষম হবে ।