Headlines
Loading...
অজানা লিংকে ক্লিক ! ফাঁদে পড়ছেন না তো । সাবধান হন ও সতর্ক থাকুন

অজানা লিংকে ক্লিক ! ফাঁদে পড়ছেন না তো । সাবধান হন ও সতর্ক থাকুন


বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : আজকাল ফোনের  ইনবক্সে  বিভিন্ন ধরনের মেসেজ এর মধ্যে অন্যতম হলো কোন সংস্থা বা পরিষেবা দেওয়া ম্যালেশিয়াস লিংক । এর  বেশিরভাগটাই থাকে অজানা ও ভুয়ো লিংক এবং টাকার প্রলোভন । না জেনে এই লিংকে ক্লিক করলেই  আপনার ব্যাংক একাউন্ট থেকে সব টাকা গায়েব হবে এবং আপনি হয়ে যাবেন সর্বশান্ত । তবে এই বিপদ রুখতে কি করবেন জেনে নিন বিস্তারিত ।

আগে , অনলাইন প্রতারকেরা মূলত ইমেইলের মাধ্যমে সন্দেহজনক লিংক পাঠাতো। এরপর লিঙ্কে ক্লিক করে এগোতে গেলেই ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহকেরা । সাইবার বিশেষজ্ঞ এবং পুলিশেরা এই পদ্ধতিকে বলে ফিশিং (phising) .

এখন কম বেশি সবারই হাতে স্মার্টফোন। তাই কোন পরিচিত সংস্থার, পরিষেবার নাম করে সাধারণ মেসেজের মাধ্যমে মালেশিয়াস লিংক পাঠানো খুব সহজ । না জেনে বুঝে লিংকে ক্লিক করলে ফাঁদে পড়তে পারেন আপনিও ।তবে এটা  থেকে বাঁচতে কী করবেন  ? আপনিও এই বিষয়ে অবগত হন  ।

বিশেষ করে অনলাইন প্রতারকেরা আসল সংস্থা বা প্রতিষ্ঠানের নামের বানানের অক্ষরের একটি দুটি অক্ষর চালাকি করে পাল্টে দেয় যা আপনার চোখে পরবে না ।এই বিষয়ে সতর্ক থাকুন এবং ভালোভাবে দেখে বুঝে  পরবর্তীতে এগিয়ে যান । 


কোন বড় সংস্থা বা পরিচিত সংস্থার তরফ থেকে কোন অফার বা পরিষেবা দেওয়ার কথা বললে তাড়াহুড়ো না করে ,ওই নির্দিষ্ট সংস্থার থেকে কোন অফার বা পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তা ভালোভাবে দেখে নিন ।


কোন অভাবনীয় অফার থাকলে লোভে পড়বেন না সতর্ক হন।সবসময়ই এই কথাটি মনে রাখবেন যে, কোন সংস্থা নিজের ক্ষতি করে কখনো আপনাকে কোন অভাবনীয় অফার দেবে না বা দিতে পারে না ।


কখনো কখনো সুকৌশলেগ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বা ওটিপি শেয়ার করতে বলা হতে পারে ।ভুল করেও এই কাজ কখনও করবেন না। 


কখনো কোন সন্দেহজনক নাম্বার থেকে এস এম এস এলে তাতে কোন রিপ্লাই করবেন না এবং কাউকে ফরওয়ার্ড করবেন না ।


মাল্টি ফ্যাক্টর অ্যাথেনটিকেশন চালু রাখুন ,আপনার স্মার্টফোনের জরুরী এপ গুলিতে যাতে প্রতারকেরা চেষ্টা করলেও সহজে কোন অ্যাপ হ্যাক না করতে পারে ।


অনলাইন প্রতারকেরা ব্যাঙ্ক বীমা বিদ্যুৎ পোস্ট অফিস অথবা কোন নামই সংস্থার নতুন কোন অফারের নাম করে মেসেজ পাঠাতে পারে । আগে ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করুন মেসেজটি সেই সংস্থা থেকে পাঠানো হয়েছে কিনা । প্রয়োজন হলে সেই সংস্থার হেল্পলাইন নাম্বারে  বা কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে জেনে নিন ।
 
কোন অনলাইন প্রতারকের ফান্দে পড়লে সঙ্গে সঙ্গে Cybercrime .gov.in পোর্টাল এ  গিয়ে রিপোর্ট করুন ।