
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকেই। মাধ্যমিকের মতো একই ছবির দেখা মিললো উচ্চমাধ্যমিকেও। প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টায়, পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে কোনো রকম কোনো স্মার্ট ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে ঢোকা যাবেনা। কিন্তু, সেই নিয়ম লঙ্ঘনের চেষ্টা করা হয়েছে কলকাতার এক পরীক্ষাকেন্দ্রে যেখানে এক পরীক্ষার্থী স্মার্টফোন ও অপরজন স্মার্টওয়াচ পড়েই কেন্দ্রে ঢোকে। প্রশ্নপত্র ভাইরাল করাই ছিল মূলত তাদের আসল লক্ষ্য। তবে, সেখানে উপস্থিত সকলেই তাদেরকে আটকায় ও সংসদ ঐ দুই পরীক্ষার্থীর পরীক্ষা সাসপেন্ড করেন।
অপরদিকে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়াতেও এমনই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর খাতা বাতিলের ঘটনা ঘটেছে। ছাত্রটি স্মার্টফোন নিয়েই ঢুকেছিল পরীক্ষাকেন্দ্রে ও পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে, বিষয়টি নজরে আসে সকলের।
তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষা সংসদের তরফ থেকে, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে, বেশ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, সেসব সত্বেও, এমন ঘটনা ঘটা এক কথায় শিক্ষা সংসদের সামনে এক বড়ো প্রশ্নচিহ্ন রাখছে।