
State
অনেকের মনেই প্রশ্ন ছিল, গঙ্গার নীচে কি ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে? গঙ্গার নীচেও মোবাইল নেটওয়ার্ক!
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। এয়ারটেল এবং ভিআই-এর গ্রাহকরা এখন গঙ্গার তলা দিয়ে যাতায়াতের সময়ও নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন।
এয়ারটেল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির মধ্যে ৪.৮ কিলোমিটার এলাকা জুড়ে নেটওয়ার্ক স্থাপন করেছে। গ্রাহকরা ৫জি স্পিড, ডেটা ট্রান্সমিশন, ভয়েস কল করতে পারবেন নির্বিঘ্নে হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, গেমিং, একাধিক চ্যাটিং, তাৎক্ষণিক ফটো আপলোড করতে পারবেন অনায়াসে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ১৭টি স্টেশন জুড়ে অত্যাধুনিক নেটওয়ার্ক পরিকাঠামো স্থাপন করেছে।
এর মধ্যে ৬টি স্টেশন (ফুলবাগান, শিয়ালদহ, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান) এবং ১১টি গ্রাউন্ড/এলিভেটেড স্টেশন।
১১টি এলিভেটেড স্টেশনের মধ্যে ৬টি স্টেশন চালু হয়ে গিয়েছে। বাকি ৫টি স্টেশনেও খুব শীঘ্রই চালু হবে।
ভিআই গ্রাহকরা ইস্ট-ওয়েস্ট মেট্রোর টিকিট কেনার জন্য ওয়ালেট ব্যবহার করতে পারবেন।ট্রেনে চলাচলের সময় ভিডিও কল করতে পারবেন।
এই পদক্ষেপগুলি মেট্রো যাত্রাকে আরও আকর্ষণীয় এবং আরামদায়ক করে তুলবে।