
india
চরম দারিদ্র্য দেশ থেকে মুছে দিয়েছে মোদি সরকার - মার্কিন 'থিংক ট্যাঙ্ক' এর রিপোর্ট।
বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : মার্কিন ' থিংক ট্যাঙ্ক ' ব্রুকিংস ইনস্টিটিউশন এর রিপোর্ট অনুযায়ী , চরম দারিদ্র্য দেশ থেকে মুছে দিয়েছে মোদি সরকার । এই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বড় হাতিয়ার হতে পারে বলে মনে করছে অর্থনীতিবিদেরা । তবে কংগ্রেসের দল এই বলে তোর থেকেছে যে রিপোর্টটি কার্য তো 'অসঙ্গত ও অবাস্তব' ।
ভারত কিভাবে সাফল্য পেল? এ বিষয়ে মোদি সরকারেরই কৃতিত্ব দেওয়া হয়েছে রিপোর্টে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গত এক দশকে অর্থনৈতিক পুনর বন্টনের জোর দিয়েছেন ।ফলস্বরূপ এখন মাত্র ২ শতাংশ তে এসে দাঁড়িয়েছে দেশের দারিদ্রতার হার ।
এই প্রসঙ্গে ,সাম্প্রতিক সরকারি খরচের সমীক্ষা সংক্রান্ত তথ্য কেন্দ্র ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে প্রকাশ করেছিল। আর সেই তথ্য থেকে দেখা গিয়েছিল ২০১১ - ১২ সাল থেকে প্রতিবছর মাথাপিছু খরচ বৃদ্ধি পেয়েছে ২.৯ শতাংশ । এক্ষেত্রে দেখা গেছে শহরের খরচ বৃদ্ধি থেকে গ্রামের খরচ বৃদ্ধি তুলনামূলক বেশি।
এক দশক আগে দারিদ্রের হার যেখানে ছিল ১২.২%সেখানে এখন তা ২% -এ নেমেছে ,তা দাবি করেছে মার্কিনের রিপোর্টটি । যদিও শিবিরের দাবি ,রিপোর্টটি কখনই বাস্তব চিত্রটিকে তুলে ধরছেনা ।যেহেতু মোদি সরকার বিনামূল্য রেশন দিচ্ছে প্রায় 81 কোটি মানুষকে ।
এটি রিপোর্টের পরিপন্থী। যদি রিপোর্টটি সত্যি হতো তবে বিনামূল্যে রেশন দেয়া যেতো খুব বেশি সাত কোটি মানুষকে ।