
india
পছন্দের খাবার খেতে আর অপেক্ষা নয়, মাত্র ১০মিনিটে পৌঁছাবে আপনার অর্ডার করা খাবার, কি করে পাবেন এই সুবিধা জানুন...
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : এবার থেকে অনলাইনে খাবার ডেলিভারির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তার মূল কারণ ভারতবর্ষের অনলাইনে খাবার ডেলিভারি সবচাইতে বড় সংস্থা জোমাটো খুব শীঘ্রই সারাদেশে চালু করতে চলেছে দশ মিনিটে খাবার পৌঁছানোর ব্যবস্থা। সম্প্রতি খাবার ডেলিভারি বিষয়টিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে এই অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোমাটো।
তাই এবার আর দীর্ঘ সময় ধরে অনলাইনে খাবার ডেলিভারি অপেক্ষা করতে হবে না গ্রাহককে। মাত্র ১০ মিনিটের মধ্যেই অর্ডার করা খাবার পৌঁছে যাবে গ্রাহকের দরজায়। ফুড ডেলিভারি সংস্থা জোমাটো তরফে জানানো হয়েছে ভারতবর্ষের বড় বড় শহরগুলিতে এই ব্যবস্থা খুব শীঘ্রই চালু করা হবে। প্রথমে এই পরিষেবা গুরগাওয়ে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করার পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে জোমাটো। গুরগাঁও এ এই পরিষেবা সঠিকভাবে কার্যকরী হলে তবে সারাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে ধাপে ধাপে এই পরিষেবা চালু করবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো।
এই বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা দীপিন্দর গয়াল জানিয়েছেন, অনলাইনে অর্ডার করা খাবার খুব কম সময়ের মধ্যেই গ্রাহকেরা নিতে পছন্দ করেন। এই পরিষেবা চালু হলে অনলাইনে খাবার ডেলিভারি ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসবে এমনটাই সংস্থার তরফে মনে করা হচ্ছে। একই সাথে গ্রাহকের ১০০ শতাংশ সন্তুষ্টি যে থাকবে এই বিষয়টিতে সেই বিষয়ে কোন রূপ সন্দেহ না থাকারই কথা।