State
গোপালমাঠ এর নিকট জাতীয় সড়কে বালি বোঝাই লরির সাথে ডাম্পারের সংঘর্ষ , গুরুতর আহত ডাম্পার চালক
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : সোমবার সন্ধ্যার সময় দুর্গাপুরের গোপালমাঠ এর নিকট জাতীয় সড়কের উপরে বালিবোঝাই লরির সাথে ডাম্পারের গুরুতর সংঘর্ষ হয়। এই ঘটনায় ডাম্পার চালক গুরুতর জখম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় একটি বালি ভর্তি লরি জাতীয় সড়কের ওভারব্রিজ দিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ে গোপালমাঠ এর নিকট জাতীয় সড়কে দুর্গাপুর মুখী অপর একটি বালিবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ওই বালি বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। যার ফলে বালিবোঝাই লরিটি জাতীয় সড়কের ডিভাইডারের উপর উঠে যায়। এদিনের এই ঘটনায় বালি বোঝাই লরি ও ডাম্পার দুটিই গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ডাম্পার চালক ডাম্পারের ভেতরে গুরুতরভাবে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে আটকে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ডাম্পার চালককে উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত ডাম্পার চালকের নাম শেখ ফারুক । সে কলকাতার বাসিন্দা। জখম ডাম্পার চালককে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে গোপালমাঠ এর নিকট জাতীয় সড়কে দীর্ঘক্ষন যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। শেষমেষ ক্ষতিগ্রস্ত ডামপার ও লরিটিকে রাস্তার পাশে সরিয়ে জাতীয় সড়ক পরিষ্কার করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।