ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : টানা এক সপ্তাহ কাজ করার পর আমরা সবাই রবিবারের অপেক্ষায় থাকি , কারণ রবিবার সমস্ত সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে । আচ্ছা আমরা কখনও কি ভেবে দেখেছি যে , কেনো রবিবার সপ্তাহের একমাত্র ছুটির দিন মানা হয় । আসুন এবার জানা যাক , রবিবার ছুটির দিন হিসেবে ঘোষণা করার প্রকৃত কারণ কি ।ভারতে যখন ব্রিটিশ শাসন ছিল , তখন শ্রমিক সম্প্রদায়কে সাত দিনই কাজ করতে হতো। কোন এক দিনও ছুটি পাওয়া যেত না ।কিন্ত প্রতি রবিবার ব্রিটিশরা চার্চে প্রার্থনা করার জন্য যেতো। কিন্তু সেই সুযোগ শ্রমিকদের কাছে তখন ছিল না । |
সেইসময় শ্রী নারায়ন মেঘাজ লোখান্দে শ্রমিকদের নেতা ছিলেন । তিনিই প্রথম সপ্তাহে একদিন রবিবার শ্রমিকদের ছুটির জন্যে ব্রিটিশদের কাছে আবেদন রাখেন । আর তিনি বলেন সপ্তাহে ছয় দিন কাজ করার পর একদিন দেশ ও সমাজের কাজের জন্য ছুটির প্রয়োজন । এছাড়াও তিনি বলেন সপ্তাহের একদিন দেব-দেবীর পূজার্চনা করা উচিত । এই জন্য রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করা প্রয়োজন । কিন্তু তার এই প্রস্তাবকে সেই সময় ব্রিটিশরা অস্বীকার করে । কিন্তু শ্রী নারায়ন মেঘাজ লোখন্ডে হার না-মেনে তার সংঘর্ষ বজায় রাখেন ।
অন্তত সাত বছর ধরে এই সংঘর্ষ চালানোর পর অবশেষে ১৮৯০ সালের ব্রিটিশ সরকার রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করে । কিন্তু এই বিষয়ে ভারত সরকার কোনও দিন কোন আদেশ জারি করেনি।
তবে আইএসও এর মতে রবিবার হলো সপ্তাহের শেষ দিন হিসেবে ১৯৮৬ সাল থেকে লাগু করা হয় । ১৮৪৪ সালে তৎকালীন ইংরেজ গভর্নর জেনারেল স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য রবিবার স্কুল বন্ধ রাখার অনুমতি দেন । যার কারণ ছিল ছাত্রছাত্রীরা যাতে এই দিন কিছু গঠনমূলক ও সামাজিক কাজ করতে পারে । কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী সপ্তাহের প্রথম দিন রবিবার দিয়ে শুরু হয়, হিন্দুশাস্ত্র মতে এই দিন সূর্য দেবতার দিন হিসেবেও মানা হয় , তবে সূর্য দেবতার সাথে সাথে অন্যান্য দেবতার বিধান আছে বলে ধরা হয় ।সপ্তাহের প্রথম দিন পূজার্চনা করলে মন শান্ত থাকে কোনও কাজে বাধার সৃষ্টি হয় না ।
সেহেতু প্রত্যেকে এই জাতিয় পরম্পরা মেনে চলে। সেইজন্য প্রাচীন কাল থেকেই রবিবার ছুটির দিন হিসেবে স্বীকৃত হয়ে আসছে । কিন্তু অধিকতর মুসলিম দেশে পূজার্চনার দিন হিসেবে শুক্রবারকেই মনে করা হয়। যে কারণে সেই সমস্ত দেশে শুক্রবার ছুটির দিন হিসেবে মানা হয়। তাসত্ত্বেও বেশিরভাগ দেশেই রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে মানা হয় । আর এর কারণ হলো সবাইকেই বিশ্রামের জন্য একদিন প্রয়োজন তবে। ১৮৪৩ সালে ইংরেজরা রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করেন । অবশেষে এই নির্দেশ ভারত পর্যন্ত পৌঁছে যায় ।