Headlines
Loading...
সোশ্যালে ফাঁস রণবীর-শ্রদ্ধার আগামী ছবির নাচের দৃশ্য! উল্কার গতিতে ছড়াচ্ছে ভিডিও

সোশ্যালে ফাঁস রণবীর-শ্রদ্ধার আগামী ছবির নাচের দৃশ্য! উল্কার গতিতে ছড়াচ্ছে ভিডিও

বড়পর্দায় আর রণবীর কাপুরকে দেখতে পাননি তাঁর অনুরাগীরা। তবে তাঁদের দুঃখ পাওয়ার কোনও কারণ নেই। শীঘ্রই ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’-র মতো একটার পর একটা ছবি নিয়ে ফ্যানদের আনন্দ দিতে আসছেন রণবীর । এছাড়া তালিকায় রয়েছেন লভ রঞ্জন পরিচালিত আরও একটি ছবি। যাতে প্রথমবার রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর ।

সেই ছবির নাম এখনও ঠিক হয়নি। কবে মুক্তি, তাও অজানা। শুটিংও শেষ হয়নি। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির শুটিং ভিডিও। যেখানে একটা গানের দৃশ্যে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে । নেটিজেনদের একাংশের দাবি ভিডিওটি লভ রঞ্জনের আগামী ছবির।

জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতে লভ রঞ্জনের ছবিটির শুটিং করছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। ভাইরাল ভিডিওটিতে রণবীরকে নীল রঙের কুর্তা পরে দেখা যাচ্ছে। হলুদ শাড়িতে শ্রদ্ধা। দেখে মনে হচ্ছে কোনও বিয়ের অনুষ্ঠানের দৃশ্যে নাচ করছেন তাঁরা।


সূত্রের খবর, রোম্যান্টিক-কমেডি ছবিটিতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে বনি কাপুরকে। সম্ভবত রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। রণবীরের মায়ের ভূমিকায় দেখা ডিম্পল কাপাডিয়াকে।