
নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর : দামোদর নদীর ঘাটে প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির আয়োজন করা হয়ে আসছে বিগত কয়েক বছর যাবত। দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন দামোদর নদীর ঘাটে এই সন্ধ্যারতি দেখার জন্য বহু মানুষের সমাগম হয়। দামোদর নদীর তীরে এই ঘাটে এই সন্ধারতি চলাকালীন এক প্রকার নব চেতনার বাতাবরণ যে তৈরি হয় ওই স্থানে , সেই বিষয়টি যারা এই সন্ধ্যা আরতি স্বচক্ষে দেখেছেন প্রত্যেকেই অনুভব করতে কোনরূপ দ্বিধাবোধ করেননি। দামোদর নদীর তীরে সন্ধ্যার সময় এইরূপ আরতি ওই স্থানে উপস্থিত প্রত্যেকের মনে এক নব চেতনার উন্মেষ জাগিয়ে তোলে সেই বিষয়টি একপ্রকার স্পষ্ট।