Headlines
Loading...
সর্বদা মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ দুর্গাপুর এস সি সেল

সর্বদা মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ দুর্গাপুর এস সি সেল

 

সৈকত শর্মা, পশ্চিম বর্ধমান : ' মানুষ মানুষের জন্য ' এই কথাটিকে ফের একবার প্রমাণ করে দেখলো  দুর্গাপুরের এস সি সেল এর জেলা সেক্রেটারি রবীন্দ্র বাল্মীকি । শহর দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকায় যখন সাধারণ মানুষ কোন অসুবিধার সম্মুখীন হয় , যদি কোনো সমস্যায় পড়ে । 


আর যদি এইরূপ মানুষের সমস্যার কথা দুর্গাপুর এস সি সেল এর কাছে আসে , কোনরূপ সহযোগিতার জন্যে । দুর্গাপুর এস সি সেল নির্দ্বিধায় বর্ণবিদ্বেষ বিবেচনা না করেই নিজেদের যথার্থ সহযোগিতার  হাত বাড়িয়ে দেয় সমস্যায় জর্জরিত সেই সমস্ত সাধারণ মানুষের জন্যে । এই বিষয়টি নিয়ে শহর দুর্গাপুরের মানুষ ইতিমধ্যেই ওয়াকিবহাল । 


ফের এমনই এক মানবিকতার পরিচয় দিল দুর্গাপুরের এস সি সেলের জেলা সেক্রেটারি রবীন্দ্র বাল্মিকী। সংবাদমাধ্যমের কাছে জানতে  পারে যে , দুর্গাপুরের বিধান নগরের এক মহিলা দুরারোগ্য রোগে আক্রান্ত।


 ওই মহিলার পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের একই সাথে প্রয়োজন জীবনদায়ী বহুমূল্য ওষুধের । আর এই খবর পাওয়া মাত্রই দুর্গাপুর এস সি সেল এর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে ওই মহিলার যাবতীয় প্রয়োজনীয় ওষুধ তার হাতে তুলে দিয়ে বিশেষভাবে সহযোগিতা করে দুর্গাপুরের এস সি সেলের জেলা সেক্রেটারি রবীন্দ্র বাল্মিকী। 


একই সাথে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ওই মহিলা ও তার পরিবারকে আশ্বাস দিয়েছেন যে , আগামী দিনে আরো যে সমস্ত উন্নত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন হবে , সেই সমস্ত বিষয়টি তারা অতীব গুরুত্বের সাথে দেখবে। দুর্গাপুর এস সি সেলের এইরূপ সহযোগিতায় যথেষ্ট আশাবাদী দুরারোগ্য রোগে আক্রান্ত ওই মহিলা ও তার পরিবার।