
প্রীতম সাধুখান, হুগলি : দেশের সীমান্ত সমস্যা নিয়ে টানাপোড়েন এর খবর আমরা প্রায়শই সংবাদমাধ্যমে দেখি । কিন্তু এই দেশের - এই বাংলার স্থানীয় পৌর এলাকায় সীমান্ত সমস্যা? আর তাই নিয়েই এলাকার প্রধান সড়ক কে নির্মাণ করবে তাই নিয়ে দড়ি টানাটানি?
হ্যাঁ, এমনই চিত্র পাওয়া গেল হুগলীর বৈদ্যবাটী রেল স্টেশন চক পূর্বপাড় ( গলা পুল ) এর চাঁপদানি - বৈদ্যবাটী সংযোগরক্ষাকারী প্রধান রাস্তা বি এম রোড এলাকায় ।
প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে ।
কিন্তু রাস্তাটি মেরামতি হয় না প্রায় ৪৫ বছর ধরে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দা দিলীপ সাঁতরার ।
দিলীপ জানালেন এই প্রধান সড়কটির বেশির ভাগ অংশই চাঁপদানি পুর সভার অন্তর্গত । চাঁপদানি পুর কর্তৃপক্ষ প্রতি বছরই এই রাস্তার বেশির ভাগ অংশই নিয়ম করে মেরামতি করে দেন ।
এই প্রতিবেদকও দেখলেন চাঁপদানি পুর সভা নির্মিত ঝাঁ চকচকে রাস্তা মসৃন । পুরোটাই ঢালাই করা । ফলে রাস্তায় কোনও খানাখন্দ নেই । নেই জল জমার সমস্যা ।
দিলীপ জানালেন এই রাস্তার ( বৈদ্যবাটী চক থেকে চাঁপদানির দিকে যেতে ) বাঁ দিকে বৈদ্যবাটীর ১৭ নং ওয়ার্ড ও ডানদিকে বৈদ্যবাটীর ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত ।
আবার এলাকার আর এক বাসিন্দা বরুণ ধোলে জানালেন এই এলাকার পুরটাই চাঁপদানি পুরসভার ৫ নং ওয়ার্ডের অন্তরভূক্ত ।
সে যাই হোক ওই এলাকার প্রতিটি বাসিন্দাদেরই অভিযোগ এই প্রধান রাস্তাটি দীর্ঘ ৪৫ বছর ধরে কোনওরকম মেরামত হয় না, ফলে অল্প বৃষ্টিতেই মাত্র ৩০০ মিটার এই স্বল্প দৈর্ঘ্যর রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে । এখন " ছিট মহল " । না ঘরকা না ঘাটকা, এমনই আর কি!
তাঁদের আরও অভিযোগ, বাম আমলেও চাঁপদানি পুর সভা ও বৈদ্যবাটী পুর সভা এই রাস্তাটির হাল ফেরাতে কোনও উদ্যোগই নেয়নি । বর্তমান পুরবোর্ডের আমলেও নয় ।
বর্তমানে এই প্রধান রাস্তার দু পাশে প্রচুর জনবসতি গড়ে উঠেছে । এই রাস্তায় প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভদ্রেশ্বরগামী নির্দিষ্ট রুটের অটো ও টোটো চলাচল করছে । এই ৩০০ মিটার রাস্তায় বড় বড় বিশালকার গর্ত হয়ে থাকায়, তারওপর গর্তগুলো জলে বুজে যাওয়ায় সেগুলো ছোট ছোট ডোবায় সৃষ্টি হয়েছে । এই প্রতিবেদকের দেখা - বহু টোটো যাত্রী সমেত উল্টেছে এই রাস্তায় । আহত হয়েছেন যাত্রী সমেত পথচারিরা । আমি নিজেও বাইক চালিয়ে চাঁপদানি যেতে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছিলাম ।
যাই হোক, এই এলাকার এই প্রধান সড়ক (৩০০মিটার দৈর্ঘ্য ) নির্মাণ বা মেরামতি করবার দায়িত্ব কার? চাঁপদানি পুর সভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এর না বৈদ্যবাটী পুর সভার ১৭ নং ওয়ার্ড বা ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এর?
এর উত্তর কারও জানা আছে কি?