Headlines
Loading...
তীব্র গরমে বাজারে এসেছে নতুন প্রযুক্তির কুলিং ফ্যান

তীব্র গরমে বাজারে এসেছে নতুন প্রযুক্তির কুলিং ফ্যান

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : সম্প্রতি এই তীব্র গ্রীষ্মের দাবদাহ যেভাবে দিনের পর দিন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, তাতে সাধারণ মানুষের জীবনধারণ করাটা এক প্রকার দুঃসহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এ রাজ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যাতে কিনা সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কার্যকলাপ করতে নাজেহাল হয়ে উঠেছে।


 ইতিমধ্যেই এ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়েছে। বেলা দশটার পর থেকেই দেখা গেছে যে তাপমাত্রার সাথে সাথে গরম হওয়া ক্রমাগত বইছে। যার ফলস্বরূপ একটু বেলা বাড়তেই রাস্তাঘাটে সাধারণ মানুষের দেখা ঠিক ততটা মিলছে না। দিন এমন কি রাতেও তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে ঘরে থাকাটাও একপ্রকার দুঃসহ হয়ে উঠেছে। এই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ এই মুহূর্তে বিভিন্ন ধরনের ফ্যান থেকে শুরু করে এয়ারকন্ডিশনার কিনতে শুরু করেছে। যার ফলে এই মুহূর্তে ওই সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামের দোকানগুলিতে সাধারণ মানুষের ভিড় যথেষ্ট নজর করা গেছে ।


 এতদিন ছিল সিলিং ফ্যান বা টেবিল ফ্যান কিন্তু বর্তমানে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে এয়ার কুলিং স্ট্যান্ডিং ফ্যান। জে ফ্যান কিনা এয়ারকন্ডিশনার কেও হার মানাতে পারে। অর্থাৎ সম্প্রতি বাজারে উঠে এসেছে এক নতুন ধরনের এয়ার কুলিং ফ্যান , যে ফ্যান গুলির ক্ষমতা রয়েছে একটা এসি কে হার মানানোর মতন। যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই ফ্যান কেনার হিক যথেষ্টই লক্ষ্য করা গেছে। বাজারে আসা নতুন এই এয়ার কুলিং ফ্যানের আনুমানিক মূল্য ৬ থেকে ৭ হাজার টাকা। যা কিনা সাধারণ মানুষের মধ্যে এক প্রকার গ্রহণযোগ্য এমনটাই বলা যেতে পারে। বিভিন্ন চিকিৎসকেরা জানিয়েছেন যে এয়ারকন্ডিশনের এর থেকে এই বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করাটা অনেকটাই স্বাস্থ্যকর।


 এ রাজ্যের বাঁকুড়া পুরুলিয়ার মতন অত্যাধিক তাপমাত্রা জনিত জায়গাগুলিতে এই ফ্যানের চাহিদা যে যথেষ্টই বৃদ্ধি পাবে ভবিষ্যতে সেই বিষয়টি এক প্রকার নিশ্চিত। একই সাথে এই ফ্যান ব্যবহার করলে বৈদ্যুতিক দিক থেকে অনেকটাই সাশ্রয় পাবে সাধারণ মানুষ।