State
কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা কে শক্তিগড়ে গুলি করে হত্যা
পূর্ব বর্ধমান : শনিবার রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে সাথেই সমগ্র শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চলের বাতাবরণ সৃষ্টি হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে । স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায় যে শনিবার রাতে শক্তিগড়ে এক সময়কার কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা যখন কলকাতা যাচ্ছিলেন সেই সময় শক্তিগড়ে নেমে চা খাওয়ার সময় বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হঠাৎ ঘিরে ধরে পর পর বেশ কয়েকটি গুলি করে । ঘটনাস্থলেই রাঝু ঝা অচৈতন্য হয়ে পড়ে । পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা মৃত বলে জানান। এই ঘটনায় রীতিমতো শিল্পাঞ্চল জুড়ে এক প্রকার হইচই সৃষ্টি হয়।