Headlines
Loading...
নাবালিকা হত্যার প্রতিবাদে রণক্ষেত্র কলিয়াচক , আতঙ্কে  সাধারণ মানুষ

নাবালিকা হত্যার প্রতিবাদে রণক্ষেত্র কলিয়াচক , আতঙ্কে সাধারণ মানুষ

 


সম্রাট নায়েক , সংবাদদাতা : গত মঙ্গলবার মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত আখন্ডবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর গ্রামে খোলা মাঠে এক বছর ১৪ এর অজ্ঞাত পরিচয় নাবালিকাকে ধর্ষিত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে কালিয়াগঞ্জ এর সমগ্র এলাকা। 


এই ঘটনায় সারা রাজ্য জুড়ে ওঠে সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ। যার ফলে কার্যত মালদার কালিয়াচক জুড়ে শুরু হয় পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের বিবাদ। শেষমেশ এই বিবাদ এমন পর্যায়ে পৌঁছায়, যা কিনা রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে  আন্দোলনকারীরা  সেখানকার থানায় তুমুল হামলা চালায়। যার জেরে বেশ কিছু পুলিশ কর্মী সেখানকার স্থানীয় কিছু বাড়িতে ঢুকে আশ্রয় নেয়। শুধু এই নয় একদল হামলাকারীর দ্বারা কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আক্রান্ত হয় বলেও জানা গেছে বিশেষ সূত্র মারফত। 


ওই এলাকার সাধারণ মানুষেরা জানিয়েছেন যে এমন ধরনের তান্ডব তারা আগে কোনদিন দেখেননি। সূত্র মারফত জানতে পারা গেছে যে এই মুহূর্তে মালদার কালিয়াগঞ্জের ওই সমস্ত জায়গা গুলিতে খুবই  ও থমথমে পরিবেশ রয়েছে।