Headlines
Loading...
আপনার ঘরে আছে ২০০০ টাকার নোট? তাহলে এই তথ্য জানা উচিত আপনার

আপনার ঘরে আছে ২০০০ টাকার নোট? তাহলে এই তথ্য জানা উচিত আপনার

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ২০০০ টাকার নোট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। শুক্রবার, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর তরফ থেকে দেওয়ার তথ্য অনুযায়ী ২০০০ টাকার নোটগুলি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এহেনু অবস্থায় এই সিদ্ধান্তের ফলে আমজনতা মাথায় হাত পড়েছে বিশেষ করে যাদের কাছে ২০০০ টাকার নোট সঞ্চয় রয়েছে । 


তারা মনে করছে তাদের সমস্ত ২০০০ টাকার নোট অচল হয়ে গেল? তার কি আর মূল্য পাওয়া যাবে না ? সঞ্চিত ২০০০ টাকার নোট নিয়ে একপ্রকার আতঙ্কিত হয়ে পড়েছেন আমজনতা । আপনার কাছে যদি ২০০০ টাকা থাকে তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই । 



সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট বাতিলের জন্য সময় দিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর তথ্য অনুযায়ী যে কোনও ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলানো যাবে।


 জানা গিয়েছে, আগামী ২৩ মে ২০২৩ থেকে ব্যাঙ্কে গিয়ে ২০০০ নোট বদল করা যেতে পারে। তবে প্রতিদিনের লেনদেন ও ব্যাংকের যাবতীয় কাজের কথা মাথায় রেখে রাস টানা হয়েছে হয়েছে নোট বদলে । একজন ব্যক্তি একবারে দশটি ২০০০ টাকার নোট বদল করতে পারেন। 



ভারতীয় রিজার্ভ ব্যাংকের শাখাতে কেউ আপনি নোট বদল করতে পারেন । ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই বদল করা যাবে বলে জানা গিয়েছে ।