Headlines
Loading...
দুর্গাপুর থেকে আইপিএল ম্যাচে বেটিং চালানোর অভিযোগে পুলিশের কাছে ধৃত এক ব্যক্তি, চলছে মূল পান্ডার খোঁজ

দুর্গাপুর থেকে আইপিএল ম্যাচে বেটিং চালানোর অভিযোগে পুলিশের কাছে ধৃত এক ব্যক্তি, চলছে মূল পান্ডার খোঁজ

 

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : টানটান উত্তেজনা সঙ্গে চলছে আইপিএল ম্যাচ। ঘরে, বাইরে, পাড়ার মোড়ে বা হোক চায়ের দোকানে একজোট হয়ে দর্শকদের নজর বোকা বাক্সতে । 


ছয় চার মারলে উত্তেজনার সাথে হইচই । আর সঙ্গে চলছে একাধিক জায়গায় অর্থ উপার্জনের জন্য বেআইনিভাবে রমনীয়ে  অনলাইন অফলাইন বেটিং চক্র বা বলা যায় সাট্টা খেলা । ঠিক এমনই চক্রের হদিস মিললো দুর্গাপুরে । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ বেটিং সংক্রান্ত কার্যকলাপে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয় ।


 যার কাছ থেকে নগদ প্রায় ৫ লক্ষ ৩০ হাজার ৭৪০ টাকা সহ ডায়েরি ও চারটি মোবাইল উদ্ধার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রতিদিনের মতন আইপিএল এর ম্যাচ চলছিল , দুর্গাপুরে মেনগেট এলাকায় এই ম্যাচ নিয়েই বেটিং চলছে বলে পুলিশের কাছে গোপনে খবর আসে। তড়িঘড়ি দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুরের মেনগেট পৌঁছায় এবং ওই এলাকারই স্টিল পার্কের বাসিন্দ ও বেটিং চক্রে অভিযুক্ত মোহাম্মদ নিয়াজ খান কে পুলিশ গ্রেপ্তার করে ।


শুক্রবার পুলিশ ধৃত মোহাম্মদ নিয়াজ খান কে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতের আবেদন জানায় কারণ পুলিশ মূল পান্ডার কাছে পৌঁছাতে ধৃত কে জেরা করা প্রয়োজন বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ভিরিঙ্গ সহ বেনাচিতি , শালবাগান , ট্রাঙ্ক রোড ও আরো অন্যান্য জায়গায় এই চক্র চলছে বলে পুলিশের অনুমান । 


মূলত হোয়াটসঅ্যাপ মেসেজে, ফোন কল অন্যান্য মেসেজিং অ্যাপ এর দ্বারা এই বেটিং চক্র চলছে বলে জানা গিয়েছে ।