Headlines
Loading...
পকেট মানি দিয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মহৎ চিন্তা ভাবনা "সংকল্প" সংস্থার সদস্যদের

পকেট মানি দিয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মহৎ চিন্তা ভাবনা "সংকল্প" সংস্থার সদস্যদের

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :
কিছুদিন ধরে শিল্পাঞ্চল দুর্গাপুরে দুপুর হতেই দেখা মিলছে কালো ঘন মেঘ, বজ্রপাত সঙ্গে ঝড়-বৃষ্টি , ভ্যাপসা গরম যেন শিল্পাঞ্চলবাসীর কাছ হতে কিছুতেই পিছু ছাড়ছে না । এছাড়াও চিন্তা বাড়িয়েছে ঝড় বৃষ্টির কারণে সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ে বিদ্যুৎহীন হচ্ছে শহর। প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় নাজেহাল অবস্থার মধ্যে কাটিয়েছে বা কাটাচ্ছে এই শহর দুর্গাপুরেরই এক অঞ্চলের সাধারণ মানুষ । 

এহেন অবস্থায় দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অর্থাৎ যারা এই প্রচন্ড গরমে রাস্তাঘাটে দৈনন্দিন পেট চালানোর জন্য হকারি বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকে , সেই সমস্ত মানুষের জন্য সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে "সংকল্প" নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।আজ, ২৮ শে মে রবিবার শিল্প নগরী দূর্গাপুরের বেনাচিতি প্রান্তিকা, আশিস মার্কেট, আকবর রোড ও চিত্রালয়ের আশেপাশে এলাকায় ছাতা ও ঠান্ডা পানীয় বিতরণ করে এই সংস্থাটি ।
 

এই মহৎ কর্মকাণ্ডটি যারা সম্পন্ন করেছেন , তারা হলো "সংকল্প" সংগঠনের সৌরভ রুইদাস, তীর্থ সেন, দিপালী বাউরি, সভিতা বাউরী, প্রশান্ত সাউ, রোজিনা খাতুন, সোনাই বাউরী, সুধা বাধ্যকর ও আরো অন্যান্যরা । সংকল্প সংগঠনের এক সদস্য আমাদের জানান, এরকম কাজ তারা আগেও করেছে, আজ এই মহৎ কাজ করে খুবই ভালো লাগছে আগামী দিনে তারা আরো এইরকম কাজ করবে,এমনটাই আশাবাদী তারা । 


আমাদের তরফ থেকে জানতে চাওয়া হয় , এই সামাজিক কাজের জন্য যে অর্থ প্রয়োজন হয় সেই অর্থের যোগান কোথা থেকে আসে ? তখন তারা জানান আমরা নিজেদের পকেট মানি থেকে এই সমস্ত কাজ করে থাকি ও বিভিন্ন জায়গার থেকে ছোটখাটো সাহায্য পেয়ে থাকি । একপ্রকার বলা যেতেই পারেে, নিজেদের উদ্যোগে ও ইচ্ছা শক্তিতেই এই কাজগুলি করা ।