
State
ফের মুচিপারায় পথ দুর্ঘটনার বলি এক ব্যক্তি , পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ স্থানীয়দের
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : শহর দুর্গাপুরের মুচিপারা যেনো সব সময়েই দুর্ঘটনার আস্তাবল হিসেবেই চিহ্নিত হয়ে আসছে। বছরের বিভিন্ন সময়ে এই মুচিপাড়াতেই একাধিক দুর্ঘটনা ঘটে থাকে।
এই বিষয়টিতে ইতিমধ্যেই সকলেই ওয়াকিবহাল। অনুরূপ বুধবার মুচিপাড়ার সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে এক বাইক আরোহীর মৃত্যু হয় কনটেনারের ধাক্কায়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে বাইক আরোহী দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে যাচ্ছিলেন। মৃত ওই ব্যক্তির নাম গুরমক শিং, তিনি দুর্গাপুরের বিধান নগরের বাসিন্দা, বয়স আনুমানিক ৪৫।
গোপালপুরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তিনি বিধান নগরের দিকে যাচ্ছিলেন ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে। সেই সময় হঠাৎ একটি কনটেনার এসে তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ হাইয়ের ওপর ট্রাফিকের রাখা ব্যারিকেডের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। দীর্ঘক্ষণ পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে এই অবরোধ মুক্তাহার করে নেয় জনতা।