
State
টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় ধান এর জমিতে জল থৈ থৈ অবস্থা
সোমনাথ নায়েক, রিপোর্টার : শুক্রবার রাতে প্রায় ৪০ মিনিট ধরে টানা বর্ষণের ফলে ইন্দাস ব্লকের বিভিন্ন স্থানে বিঘার পর বিঘা জমির কাটা ধান বৃষ্টির জলে থৈ থৈ করছে এমনই চিত্র দেখা যায় ।
সূত্র থেকে জানা গিয়েছে, পাকা ধান দিনের পর দিন জলে ডুবে থাকায় ধানে কল বেরিয়ে গেছে। ধনে কল করি দেওয়ার ফলে ধান লাল হয়ে যাচ্ছে, যার ফলে এই লাল ধান কেউ কিনবে না । ফল স্বরূপ ব্যাপক আর্থিক ক্ষতি সম্মুখীন হবে তারা এই কারণেই মাথায় হাত পড়েছে চাষীদের।
এহেনু অবস্থায় চাষীদের ভরসা সরকারের উপরে । এক কৃষক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সরকার যদি তাদের পাশে না দাড়ায় তাহলে পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না তাদের ।
এক প্রকার কৃষক রা আর্থিক ক্ষতি সম্মুখীন হয়ে দিশাহারা হয়ে পড়েছে ।